এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : জেলায় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হতেই করোনা বিধি নিয়ে গা-ছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সাধারন মানুষের মধ্যে । সামাজিক দূরত্ব বজায় রাখা তো দুরের কথা,অনেককে বিনা মাস্কেই হাটেবাজারে বহাল তবিয়তে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে । তাই এলাকার মানুষকে সচেতন করতে ফের পথে নামতে হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশকে । রবিবার পুলিশের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীদের ধরে ধরে সতর্ক করা হয় । সিংহভাগ মানুষকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয় । তবে এদিন কয়েকজন সাইকেল আরোহী মাস্ক না পড়ায় তাঁদের প্রকাশ্যে কান ধরে ওঠবসের সাজা দিতেও দেখা গেছে পুলিশকে ।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে প্রকাশিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক রিপোর্ট অনুযায়ী শনিবার বিকেল ৫ টা পর্যন্ত জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল মোট ২২ জন । তার মধ্যে কাটোয়া মহকুমা এলাকায় ৩ জন আক্রান্ত হয়েছে । ওই ৩ জনের মধ্যে কাটোয়া পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১ জন ও কেতুগ্রাম-১ ব্লকে ২ জন । সেই হিসাবে কাটোয়া মহকুমা এলাকায় মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা । তার ফলে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে । এদিকে সেই সুযোগে অনেকের মধ্যেই গা-ছাড়া মনভাব লক্ষ্য করা যাচ্ছে । মাস্কবিহীন পথচারী আকছার দেখা যাচ্ছে পথেঘাটে । এরই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে বিশ্বকে আগাম সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডবলুএইচও) । এমনকি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী তৃতীয় ঢেউ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে ।
এদিকে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে কাটোয়া থানার পুলিশ । কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা রবিবার সকাল থেকে কাটোয়া পুরসভা মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত ঘুরে ঘুরে প্রচার করেন । পুলিশের তরফ থেকে পথচারীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয় । মাস্ক বিহীন খরিদ্দারদের মাল বিক্রি না করার জন্য ব্যাবসায়ীদের নির্দেশ দেওয়া হয় । এছাড়া মাস্ক বিহীন সাইকেল ও বাইকচালকের আটকে সতর্ক করে পুলিশ । কয়েকজন মাস্ক বিহীন সাইকেল আরোহীকে আটকে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । সেই সঙ্গে একটি বাইকে ৩ জন করে চেপে যাওয়ায় তিনটি বাইক সহ মোট ৬ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে ।।