এইদিন বিনোদন ডেস্ক,১৯ নভেম্বর : আগামী কাল মহারাষ্ট্র বিধানসভার ভোট । প্রচারের সময় শেষ । নব্য মুসলিম অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ মহারাষ্ট্রের অনুশক্তি নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামীকে জেতাতে হঠাৎ কট্টর ইসলামি হয়ে গেছে স্বরা ভাস্কর । সম্প্রতি স্বরা ভাস্কর স্বামীর সাথে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের মুখপাত্র মাওলানা সাজ্জাদ নোমানির ‘খেদমতে পেশ’ হয়েছিলেন । সাজ্জাদ নোমানির কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন এই দম্পতি । উল্লেখ্য, সাজ্জাদ নোমানির হলেন সেই ইসলামি ধর্মকগুরু,যিনি আফগানিস্তান দখলের জন্য তালিবানদের প্রশংসা করেছিলেন এবং নারী শিক্ষার বিরোধিতা করেছিলেন, এমনকি দাবি করেছিলেন যে পিতামাতার জন্য তাদের মেয়েদের স্কুল বা কলেজে তত্ত্বাবধান ছাড়াই পাঠানো ‘হারাম’। শুধু তাইই নয়,প্রাক্তন সিজেআই চন্দ্রচুড়ের বাড়িতে গনেশ পূজো এবং সেখানে নরেন্দ্র মোদীর পূজো দেওয়ারও সমালোচনা করেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর । কিন্তু সেই অভিনেত্রীকেই সাজ্জাদ নোমানির সাথে সাক্ষাতের সময় সম্পূর্ণ হিজাব বিধি মেনে চলতে দেখা গেছে । আর এই দ্বিচারিতার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্বরা ভাস্কর।
ফের একবার তিনি সংবাদের শিরোনামে চলে এসেছেন । কারন এবার হঠাৎ করে তিনি নবী ভক্ত হয়ে উঠেছেন। স্বরার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে তিনি বলছেন,’নবী মোহাম্মদের প্রতি শ্রদ্ধার জন্য কারো জাত আবশ্যক নয় ।’
এবারের মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনে স্বরার স্বামী ফাহাদ আহমেদ অনুশক্তি নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপি (শারদ পাওয়ার) তাকে টিকিট দিয়েছে। স্বরা তার নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে দাবি করা হচ্ছে যে স্বরা অনুশক্তি নগর বিধানসভা কেন্দ্রের লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন স্বরা । এই সময় তিনি বলেন,’হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম(ইসলামের নবী)-এর প্রতি শ্রদ্ধা রাখতে হলে কোন জাতিতে জন্মগ্রহণ করেছেন তা জরুরী নয়। হুজুরে পাক-এর মর্যাদা নিয়ে কেউ বেয়াদপি করে তাহলে আপনি সেই বেয়াদপের সঙ্গে হাত মেলাবেন না । যারা বারবার আমার স্বামীর ধর্ম ও বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, সেই সময়ে আপনার বিশ্বাস কোথায় ছিল যখন আপনার সহকর্মী অনিল রাঠোড় এখানে নীতীশ রাণের সভা আয়োজন করেছিলেন। যেখানে সে দাঁড়িয়ে নবীকে গালি দিয়েছিল । তখন তোমার সম্মান কোথায় ছিল?’ বিলকিস বানো মামলার কথা উল্লেখ করে তিনি বলেন,’তখন আপনার বিশ্বাস কোথায় ছিল যখন অহংকারী বিজেপি নেতারা বিলকিস বানোকে গণধর্ষণকারী মালা পরিয়ে দিচ্ছিল। তখন তোমার মুসলমানিত্ব কোথায় ছিল ? তখন তোমার সম্মান কোথায় ছিল? আপনার জোটের লোকেরা যখন বলছিলেন যে মহাযুতি সরকার এলে তারা মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলবে।’
প্রসঙ্গত,মহারাষ্ট্রের মোট ২৮৮টি বিধানসভা আসনের জন্য ২০ নভেম্বর ভোট হতে চলেছে । ২৩ নভেম্বর ভোট গণনা হওয়ার কথা। ফাহাদ অনুশক্তি নগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবাব মালিকের মেয়ে সানা মালিকের বিরুদ্ধে । এনসিপি (অজিত পাওয়ার) তাকে টিকিট দিয়েছে । আর বামপন্থী মনস্ক স্বরা ভাস্কর হলেন সেই অভিনেত্রী যিনি এনআরসি, সিএএ, ওয়াকফ বোর্ড সংশোধনীর সবচেয়ে বড় সমালোচক । বিয়ের আগে তাকে কেন্দ্র সরকার বিরোধী অনেক কার্যক্রমে সামিল হতে দেখা গিয়েছিল । অনেকে তাকে ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলে চিহ্নিত করেন ।।