এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৯ নভেম্বর : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ । সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রথমে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৷ তারপর অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তায় ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তারা অনান্য রাজ্যে গিয়ে ঠেক গড়ছে । সোমবার (১৮ নভেম্বর, ২০২৪) কর্ণাটকের চিত্রদুর্গা শহরে পুলিশ ৬ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাকড়াও করার পর ফের একই চিত্র দেখতে পাওয়া গেল । ধৃতরা হল শেখ সাইফুর রহমান, মোহাম্মদ সুমন হুসেন আলী, মাজহারুল, সানোয়ার হুসেন, মুহাম্মদ সাকিব সিকদার এবং আজাজুল শেখ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার আইডি, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও পাসপোর্ট ৷ তারা কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কলকাতায়ও জাল নথি তৈরি করেছিল বলে জানতে পেরেছে কর্ণাটক পুলিশ । পুলিশ জানিয়েছে যে এই অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন জায়গায় কাজ করেছিল এবং এখন কাজের সন্ধানে চিত্রদুর্গায় এসেছিল। পুলিশ তাদের আটক করে পরবর্তী কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,গত ১৮ই নভেম্বর, চিত্রদুর্গা শহরের হলালকেরে রোডে অরবিন্দ গার্মেন্টস এবং হোয়াইট ওয়াশ গার্মেন্টস-এর কাছে টহল দেওয়ার সময়, ধবলাগিরি লেআউটের দ্বিতীয় পর্বে ৬ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও তাদের কাছে পাওয়া নথিপত্র যাচাই -বাছাই করে জানা গেছে যে ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক । তারা কয়েক বছর আগে এখানে বসতি স্থাপনের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে, তারা কলকাতায় জাল আধার কার্ড এবং অন্যান্য নথি সংগ্রহ করেছিল এবং তাদের জীবিকা নির্বাহের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছিল । তারা সম্প্রতি চাকরির উদ্দেশ্যে চিত্রদুর্গা শহরে এসেছিলেন । জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক, প্যান কার্ড এবং তাদের কাছে পাওয়া একটি পাসপোর্ট পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে এএনআই ।