শেখ মিলন,ভাতার,২২ নভেম্বর ঃ গায়ে ধুম জ্বর । হাঁটাচলা করার ক্ষমতা ছিল না । তাই রাস্তার পাশে নোংরার উপর একটা চাদর ঢাকা নিয়ে কাতরাচ্ছিলেন সত্তরোর্ধ অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা । রাস্তা দিয়ে লোকজন যাতায়ত করলেও করোনার ভয়ে কেউ তাঁর কাছে ঘেঁষেনি । শেষ পর্যন্ত খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলনগর গ্রামের রাস্তা থেকে ওই অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাল ভাতার থানার পুলিশ । পুলিশের এই ভুমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী ।
স্থানীয় সূত্রে জানা গেছে,ভাতার স্টেট জেনারেল হাসপাতালের উলটো দিকে রয়েছে কুলনগর গ্রাম । রবিবার সকালে কুলনগর গ্রাম ঢোকার রাস্তার মুখে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধাকে চাদরমুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়রা জানিয়েছেন,বৃদ্ধার প্রবল জ্বরে কাতরাচ্ছিলেন । এই দেখে সকলেই ধরে নেয় বৃদ্ধা করোনায় আক্রান্ত । তাই ভয়ে কেউই বৃদ্ধাকে তুলে হাসপাতালে ভর্তি করার আগ্রহ দেখাননি ৷ এরই মাঝে ভাতার থানায় খবর চলে যায় । তারপর পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে । পুলিশের অনুমান ওই বৃদ্ধা বাইরের কোনও শ্রমিকদের দলের সঙ্গে ধান কাটার কাজে এসেছিলেন । অসুস্থ হয়ে পড়লে দলছুট হয়ে কুলনগর গ্রাম ঢোকার রাস্তার মুখে শুয়ে কাতরাতে থাকেন । পুলিশ বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করছে।।