সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : গত ২২ অক্টোবর পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিধায়ক ও ব্লক সহ সভাপতির মধ্যে দ্বন্দ্ব প্রত্যক্ষ করেছিল এলাকার বাসিন্দারা । ভাতার বাজারের হাউজিং কমপ্লেক্সের মাঠে দুই গোষ্ঠীর মধ্যে চুড়ান্ত নাটকীয়তা লক্ষ্য করা যায় । তারপর থেকেই ভাতারে বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরার মধ্যে তিক্ততা বেড়েছে বৈ কমেনি । অশোকবাবুর ছবিসহ বড়সড় ব্যানার টাঙানো হয় ভাতার বাজারে । আর তা নিয়ে শুক্রবার বিকেলে বলগোনা বাজারে পথসভায় পালটা কটাক্ষের সুর শোনা যায় বিধায়কের গলাতে । শেষ পর্যন্ত এই বিবাদকে ‘স্বামী-স্ত্রী’র ঝগড়া’ বলে আখ্যা দিয়ে কোন্দলের ইতি টানলেন মানগোবিন্দ অধিকারী ।
উল্লেখ্য,অশোক হাজরার সঙ্গে বিধায়কের আত্মীয়তার সম্পর্কও রয়েছে ৷ তাই, এই তিক্ততা যে বেশিদিন স্থায়ী হবে না সেটা অনুভব করছিলেন স্থানীয় রাজনৈতিক মহল । আর হলও তাই । আজ রবিবার তৃণমূল কংগ্রেসের আমারুণ-১ অঞ্চলের রাধানগর গ্রামে কর্মীসভায় মানগোবিন্দ অধিকারী বলেছেন,’অশোক হাজরার সঙ্গে আমার কিসের ঝগড়া? এটা ‘স্বামী-স্ত্রী’র ঝগড়া। যাঁরা এটা নিয়ে লাফাচ্ছে তাঁরা ভুল করছে। অনেকে বলছে আমি নাকি অশোক হাজরার টাকায় এমএলএ হয়েছি। তাতে ক্ষতি কি আছে? সে (অশোক হাজরা) আমার আত্মীয় তাই সে আমায় টাকা দিয়েছে। আমাদের এটা পারিবারিক বিষয়। কিন্তু যাঁরা এটা নিয়ে বাড়াবাড়ি করছে তাদের কি হবে ?’ তিনি আরও বলেন,’যারা ওর (অশোক হাজরা) সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছে তারা ভুল করছে । কারন মহারাজ বুট আমার সমন্ধী। আর মহারাজ বুটের সমন্ধী হচ্ছে অশোক হাজরা। তাহলে অশোক আমার আত্মীয়ের আত্মীয় ৷’
জানা গেছে,মানগোবিন্দবার বাড়ি এরুয়ার গ্রামে । ওই গ্রামের বাসিন্দা মহারাজ বুট নামে জনৈক এক ব্যক্তির বোনের সঙ্গে বিয়ে হয়েছে তার । এদিকে অশোক হাজরার এক দিদির সঙ্গে বিয়ে হয় মহারাজ বুটের । বিধায়ক ও মহারাজ বুটের মুখোমুখি বাড়ি । সেই সূত্রে বিধায়কের সঙ্গে অশোক হাজরার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । ২০২১ সালের বিধানসভার ভোটে মানগোবিন্দ টিকিট পাওয়ার পর তাকে জেতাতে আদাজল খেয়ে প্রচারে নেমেছিলেন পেশায় ব্যবসায়ী অশোক । কয়েক মাস আগেও ব্লক সহসভাপতির বাড়িতে যাতায়াতও ছিল বিধায়কের । কিন্তু বেশ কিছুদিন ধরে দু’জনের মধ্যে টানাপোড়েন শুরু হয় ।
যদিও বিধায়কের ‘আত্মীয়ের আত্মীয়’কে আজ রাধানগর গ্রামে কর্মীসভায় দেখা যায়নি । তবে এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ, সহ সভাপতি শুভ্রাংশু বুট,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল আলম সহ অঞ্চল নেতৃত্বরা ৷।