এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৭ নভেম্বর : চীনের নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে যে পূর্ব চীনের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ছুরি হামলায় আটজন নিহত হয়েছে।ফ্রান্স ২৪ নিউজ এজেন্সি জানিয়েছে যে শনিবার সন্ধ্যায় পূর্ব চীনের উক্সি ভোকেশনাল আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ফলে আরও ১৭ জন আহত হয়েছেন। জিয়াংসু প্রদেশের পুলিশ ঘোষণা করেছে যে হামলাকারী একজন প্রাক্তন ছাত্র যাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মতে, হামলাকারী একজন ২১ বছর বয়সী ছাত্র যার এই বছর স্নাতক হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। খবরে বলা হয়েছে, চীনে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী হামলা। কয়েকদিন আগে, তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর, একজন ব্যক্তি তার গাড়ি চীনের দক্ষিণে ঝুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে আগত ক্রীড়াবিদদের পিষে দেয় । যাতে ৩৫ জন নিহত হয়।এই ঘটনার ফলে আরও ৪০ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, চীনে আগ্নেয়াস্ত্র বহনের বিষয়ে কঠোর আইন রয়েছে, তবে ছুরি সহ অপরাধের ঘটনা এই দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে ।।