এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ নভেম্বর : শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । আসলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে নাকি একটাও সোনা পায়নি । যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি যে ভুল তা অলিম্পিকে ভারতের ট্রাক রেকর্ড বলছে । ১৯০০ সালের সংস্করণ থেকে অলিম্পিকে ভারত এযাবৎ মোট ৪১ টি(স্বর্ণ ১০ রৌপ্য ১০ ব্রোঞ্জ ২১) পদক জিতেছে । ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে নরম্যান প্রিচার্ড পুরুষদের ২০০ মিটার হার্ডলেসে ভারতকে জোড়া রুপো এনে দিয়ে পদক প্রাপ্তির শুভ সূচনা করেছিলেন । এরপর ১৯২৮ সালে অ্যামস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত প্রথম সোনা নিয়ে আসে । ১৯৫৬ সাল পর্যন্ত পরপর ছ’বার অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল ভারত। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের হকিদল সোনা এনেছিল । অলিম্পিকে এযাবৎ ভারতের স্বর্ণ পদক প্রাপ্তি ঘটেছে মোটব১০ টি । যেকারণে মমতা ব্যানার্জির এহেন মন্তব্যের পর থেকে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছে । ধিক্কার জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপিংস এক্স-এ শেয়ার করে শুভেন্দু লিখেছেন, ‘কি লজ্জা ! একজন মুখ্যমন্ত্রীর কী অসম্মানজনক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অলিম্পিকে ভারত কখনও স্বর্ণপদক জেতেনি। হয় তিনি অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার নাম শোনেননি এবং ভারতীয় হকি দলের অর্জিত খ্যাতি সম্পর্কে পরিচিত নন। যাইহোক, আমি সন্দেহ করি যে তিনি উদ্দেশ্যমূলকভাবে এটি বলেছেন, কারণ তার উদ্দেশ্য সর্বদা ভারতের অর্জনকে লঘু করে দেখানো ।’
শুক্রবার ঝাড়গ্রামের আদিবাসী ভবনের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । তার উপস্থিতিতেই মমতা ব্যানার্জি বলে ওঠেন,’ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে।’ যদিও কেউ তার ভুল ধরিয়ে দেওয়ার সাহস দেখাননি । তবে সেই সময় তীরন্দাজি অ্যাকাডেমির ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন । মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে তীরন্দাজির কথা বলেছিলেন কিনা তা স্পষ্ট নয় । যদি তিনি নির্দিষ্ট করে তীরন্দাজির কথা বলতেন তবে তার দাবি যথার্থ হত । কারন অলিম্পিকের তীরন্দাজি ইভেন্টে সোনা তো দূর, ভারত আজ পর্যন্ত কোনও পদকই পায়নি ।।