সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ নভেম্বর : ‘কিছু লোক যারা পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস করেছে, বিজেপি করেছে, তাদের নিয়ে যে রাজনীতি করতে যাচ্ছে সে ভুল রাজনীতি করতে যাচ্ছেন। আরে ব্যানার টাঙিয়ে নেতা হওয়া যায় না,মান্ডির ধান খেয়ে মোটা হওয়া যায়,নেতা হওয়া যায় না। নেতা হয়েছে মানু অধিকারী। মার খেয়ে গুলি খেয়ে নেতা হয়েছে।’ ভাতারের বলগোনার পথসভা থেকে এমনই মন্তব্য করলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তবে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন এই নিয়ে ভাতারের শাসকদলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। তবে রাজনৈতিক অভিজ্ঞমহলের মতে নিজের দলের জনৈক নেতাকে নিশানা করেই একথা বলেছেন বিধায়ক । ফলে ভাতারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা পেল বলে মনে করছেন তারা ।
জানা গেছে, শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা ও নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলগোনা বাজারে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। বলগোনা ও নিত্যানন্দপুর অঞ্চলের মিছিল বলগোনা বাজার পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় বলগোনা বাজারে। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ ,রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার ,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত কুমার হুই, সহ-সভাপতি সেখ জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ শেখ শফিকুল আলম সহ কয়েক হাজার তৃণমূল কর্মী। পথসভা থেকে বিরোধীদের নিশানা করেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার।।