এইদিন ওয়েবডেস্ক,কাটোয়(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলায় কাটোয়ায় এক নাবালিকাকে অপহরনের অভিযোগে এক মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সুত্রে হানা গেছে, ধৃতদের নাম মৌমিতা চক্রবর্তী, স্বপন দেওয়ান ও পঙ্কজ দেবনাথ । তাঁদের বাড়ি কাটোয়া শহরের পানুহাট এলাকার । শনিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হয় । জানা গেছে, কাটোয়া শহরের পানুহাট বৈদ্যপাড়ায় বসবাস ওই নাবালিকার পরিবারের । নাবালিকার বাবা গত শুক্রবার কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই ওই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।
নাবালিকার বাবার অভিযোগ,গত ১৩ জুলাই রাতে তাঁর মেয়ে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর মেয়েকে পাওয়া যায়নি । শেষে তাঁরা জানতে পারেন মৌমিতা চক্রবর্তী, স্বপন দেওয়ান ও পঙ্কজ দেবনাথরা তাঁর মেয়েকে ফুসলিয়ে কলকাতায় নিয়ে গেছে । পরের দিন দুপুরে শালিমার স্টেশন থেকে মেয়েকে তাঁরা অসুস্থবস্থায় উদ্ধার করে নিয়ে এসে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ।
জানা গেছে,নাবালিকার বাবা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,তাঁর মেয়েকে বাড়ি ফিরিয়ে আনার পর সে ঘটনার কথা খুলে বলে । তাঁর মেয়ে জানায় ওই ৩ জন মিলে তাকে অপহরন করে প্রথমে কলকাতায় নিয়ে যায় । তারপর সেখানের একটি বাগান বাড়িতে আটকে রেখেছিল ।
এদিকে অভিযোগ পেতেই ওই ৩ জন অভিযুুুক্তকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,কি উদ্দেশ্যে মেয়েটিকে অপহরণ করে কলকাতায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ।।