প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ নভেম্বর : গরু পাচার মামলায় নাম জড়ানোয় বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে জালে পুরেছিল সিবিআই।তার পর থেকে তাঁকে প্রায় দু’বছর তিহার জেলে দিন কাটাতে হয়। তবে এবার আর সিবিআই নয়,পূর্ব বর্ধমান জেলা পুলিশ জালে পুড়লো আন্তরাজ্য গরু পাচার চক্রের ৮ পাণ্ডাকে।ধৃত ৮ জনই পাঞ্জাব রাজ্যের হরিয়ানার বাসিন্দা।ধৃতদের শুক্রবার জেলার কালনা মহকুমা আদালতে পেশ করে।গরু পাচার চক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে এবং চক্রে আর কারা করা যুক্ত রয়েছে তার হদিশ উদ্ধার করতে পুলিশ ৮ ধৃতকে ১০ দিনের জন্য নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবদ শুরু করেছে।ধৃতদের টিআই প্যারেডে হাজির কারানোর আর্জিও পুলিশ মঞ্জুর করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের মধ্যে দু,জনের নাম রাহিশ। তাদের একজনের বয়স ৫০ বছর,আর অন্য জনের বয়স ৩৮ বছর । বাকি ধৃতরা হল মহম্মদ ওয়াসিম,মহম্মদ আজাদ,জামিল, এহেশান, ইনজামাম ও ফায়সিল। ধৃতদের পাঞ্জাবের হরিয়ানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি,ধৃতদের ব্যবহার করা পঞ্জারের নম্বার প্লেট যুক্ত একটি মালবাহী গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি চোরাই একটি গরু পুলিশ উদ্ধার করেছে । ৫০ বছর বয়সী রাহিশ ধৃতদের সর্দার বলে প্রথমিক তদন্তে পুলিশ নিশ্চিৎ হয়েছে।
পুলিশ জানিয়েছে,চলতি বছরের ২০ অক্টোবর রাতে পূর্ব বর্ধমানের কালনা শহরে থেকে একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে চাপিয়ে নিয়ে পালাচ্ছিল দুস্কৃতীরা।অন্ধকারে মধ্যেই ওই পিক আপ ভ্যানটি একজন সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে।সিভিক ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে এ ব্যাপে থানায় জানায়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। তাড়া খেয়ে দুস্কৃতীরা পুলিশকে চাপা দেবার চেষ্টা করে।এমনকি তারা ঢিল ছুঁড়ে পুলিশ কর্মীদের জখম করে।তারপর গার্ডওয়াল ভেঙে পিকআপ ভ্যান নিয়ে পালায় দুস্কৃতীরা।পরে তারা কালনার জামনা ব্রীজের কাছে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে রেখে চম্পট দেয়।এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে ।পিকআপ ভ্যানে থাকা গরুটি পুশলিশ উদ্ধার করে গরুর মালিকেরকাছে পৌঁছে দেওয়া হয়।
জেলার অতিরিক্তর পুলিশ সুপার শুক্রবার জানিয়েছে,এই ঘটনা নিয়ে কালনা থানার পুলিশ তদন্ত জারি রাখে। তারই মধ্যে পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্র মাধ্যমে গরু চোরেদের বিষয়ে জানতে পারে। রাতেই অভিযানে নেমে পুলিশ কালনার বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে হরিয়ানা নিবাসী ৮ গরু চোরকে ধরে ফেলে। তাদের গ্রেপ্তার করা পুলিশ এদিন কালনা মহকমা আদালতে পেশ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মনে করছেন,এই আট গরু চোরকে জেরা করে রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়া গরু চুরির অনেক সূত্র পাওয়া যাবে।চক্রের কিংপিনের সন্ধানও চালাচ্ছে পুলিশ।।