এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৫ নভেম্বর : সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ঢোকার প্রবণতা বৃদ্ধি পেয়েছে । নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারীর কারণে ধরাও পড়ছে অনুপ্রবেশকারীরা । তবে ধরা পড়ার সংখ্যাটা খুবই নগণ্য বলে আশঙ্কা করা হচ্ছে । বৃহস্পতিবার রাতে আসামের করিমগঞ্জে (Karimganj) আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়া এক মুসলিম দম্পতিকে গ্রেফতার করেছে আসাম পুলিশ (Assam Police) । ধৃত দম্পতির নাম জানিয়েছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা । তিনি গ্রেপ্তারির বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লিখেছেন,’দুই বাংলাদেশি অভিবাসী জাহানারা বেগম (Jahanara Begum) ও মাসকান্দ আলী (Maskand Ali) আসামের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করার সময় আসাম পুলিশ গ্রেপ্তার করে এবং বহিষ্কার করে । তারা করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে । আমাদের আসাম পুলিশ এ ব্যাপারে সর্বদা সজাগ ৷ আমি তাদের কাজের প্রশংসা করি ।’ মুখ্যমন্ত্রী বাংলাদেশী দম্পতির ছবিও পোস্ট করেছেন ।
এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার খড়দহে ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছিল । ধৃত অনুপ্রবেশকারীদের নাম বাবলু শেখ, ফারুক শেখ, আলি শেখ। এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। তারা খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল । তবে বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ । এভাবে ঠিক কত সংখ্যক বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবৈধভাবে বসবাস করছে তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি । তবে এটা রাজ্যের জন্য বিপদ সংকেত বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।।