এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ নভেম্বর : আজ এক মার্কিন নেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । আর ওই নেত্রী হলেন তুলসী গ্যাবার্ড(Tulsi Gabbard) । ডোনাল্ড ট্রাম্প সরকারের একটা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব বর্তেছে তুলসির উপর । তাঁকে আমেরিকার গোয়েন্দা অধিকর্তাপদ দেওয়া হয়েছে । এক্স-এ এই খবর নিজেই জানিয়েছেন ট্রাম্প । তুলসিই প্রথম মার্কিন হিন্দু সাংসদ যিনি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ডিএনআই) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন । এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই তুলসী গ্যাবার্ডের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে । সেই ভিডিওতে তুলসিকে ‘ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়’ শ্লোগান দিয়ে গিটার বাজিয়ে ‘হরেকৃষ্ণ’ মহামন্ত্র গাইতে শোনা গেছে । আজ সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করে অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন,’হিন্দুধর্ম তাঁর কাছে শ্রেষ্ঠ ধর্ম, গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ।’
অগ্নিমিত্রা লিখেছেন,’হিন্দুধর্ম তাঁর কাছে শ্রেষ্ঠ ধর্ম! গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদা গীতা উপহার দিয়েছিলেন।আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য সেই তুলসী গ্যাবার্ডকে এ বার দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা (ডিএনআই বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) নিয়োগ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতবন্ধু হিসেবে পরিচিত। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের নিন্দা করেছেন। তুলসীকে গোয়েন্দা অধিকর্তা করে মার্কিন প্রেসিডেন্ট ইউনুস সরকারকে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন।’
তবে শুধু অগ্নিমিত্রাই নন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তুলসী গ্যাবার্ডকে শুভেচ্ছা জানিয়েছেন । সেই শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,’মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে তাঁর ঐতিহাসিক নিয়োগের জন্য আমার প্রিয় বন্ধু তুলসী গ্যাবার্ডকে আন্তরিক অভিনন্দন ! তুলসীর হিন্দুমতে বিশ্বাস এবং মূল্যবোধকে গর্বিতভাবে আপন করে নেওয়া সর্বদা আমাদের মধ্যে গভীর সংযোগের উৎস, ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের সেতু হিসাবে কাজ করে।’
৪৩ বছর বয়সী তুলসি গ্যাবার্ড আমেরিকান সামোয়াতে জন্মগ্রহণ করেন । হাউসের প্রথম হিন্দু সদস্য হিসাবে, তিনি “ভগবদগীতা” হাতে নিয়ে শপথ নেন। তিনি কংগ্রেসে প্রথম আমেরিকান সামোয়ান হওয়ার গৌরবও অর্জন করেন। তুলসী গ্যাবার্ডের সামরিক কর্মজীবন ইরাক এবং কুয়েতে মোতায়েন সহ আর্মি ন্যাশনাল গার্ডে বিশ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। হাওয়াই ন্যাশনাল গার্ড দ্বারা নিশ্চিত করা অপারেশন ইরাকি ফ্রিডম ৩ চলাকালীন পরিষেবার জন্য ২০০৫ সালে তিনি একটি কমব্যাট মেডিকেল ব্যাজ সহ স্বীকৃতি পেয়েছিলেন। গোয়েন্দা বিষয়ে তার আপেক্ষিক অনভিজ্ঞতা সত্ত্বেও, সামরিক বিষয়ে তার প্রেক্ষাপট এবং প্রতিরক্ষা ও স্বদেশের নিরাপত্তা নীতি নির্ধারণে তার সরাসরি জড়িত থাকার ডোনাল্ড ট্রাম্পের ডিএনআই ভূমিকায় তার নিয়োগের কারন বলে মনে করা হচ্ছে ।।