এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ নভেম্বর : আজ রাজ্যের ৫ জেলার ছয় বিধানসভা আসনে উপনির্বাচন । কড়া নিরাপত্তাবেষ্টনী শুরু হয়েছে সিতাইয়ে, মাদারিহাটে, নৈহাটিতে, হাড়োয়ায়, মেদিনীপুরে এবং তালড্যাংরার ভোট গ্রহণ। এর মধ্যেই একটা বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দুর অভিযোগ,তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাতে বিজেপির কার্যকর্তাদের গৃহবন্দী করে রাখছে পুলিশ । আজ নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করে এমনই দাবি করেছেন তিনি ।
ভিডিওটি কোনো গ্রাম্য এলাকার একটা পাড়ার । যেখানে একজন পুলিশ কর্মীকে দেখা গেছে । ওই পুলিশকর্মীর সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে কয়েকজন মহিলাকে । শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মমতা পুলিশ টিএমসি পার্টিকে জেতাতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া ব্যবস্থা গ্রহণ করছে। নয়ন দে হলেন মেদিনীপুর সদর ব্লকের চন্দ্রা গ্রাম পঞ্চায়েতের একজন গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা ; বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না তাকে । তার বাড়িতে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে । এই ধরনের ‘গৃহবন্দী’ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তারা যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। কতটা নিচে নামবে টিএমসি ও মমতা পুলিশ?’