এইদিন ওয়েবডেস্ক,ধানবাদ,১৩ নভেম্বর : ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তর সমর্থনে নির্বাচনী জনসভায় গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হল বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীকে । মঞ্চ থেকে অথবা মঞ্চে ওঠার আগে কেউ তার মানিব্যাগ হাতসাফাই করে নেয় ৷ বিষয়টি অভিনেতার নজরে পড়লে শোড়গোল পড়ে যায় । বিজেপি নেতারা মাইকে আবেদন করেন,’যে কেউ মিঠুনদার পার্স নিয়ে থাকুক না কেন অবিলম্বে ফিরিয়ে দিয়ে দিয়ে যান । কথা দিচ্ছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না ।’ কিন্তু মিঠুন চক্রবর্তীর মানব্যাগটি ফেরত দিয়ে যায়নি পকেটমার । শেষ পর্যন্ত বিরক্ত ও হতাশ হয়ে মিঠুন তার অনুষ্ঠান মাঝপথেই ছেড়ে চলে যান ।
মঙ্গলবার(১২ নভেম্বর) নিরসা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট চাইতে একটি সভায় ভাষণ দিতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী । দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত মিঠুনের ভক্তরাও এই সভায় উপস্থিত ছিলেন। হাজার হাজার উপস্থিত জনতা মিঠুনকে এক ঝলক দেখতে এবং তার সাথে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে । ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না বলে জানা গেছে। ভিড় থেকে কয়েকজন মঞ্চে পৌঁছে যায় । ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয় । আর এরই সুযোগে কেউ অভিনেতার পকেট ‘হাত সাফাই’ করে । মিঠুন চক্রবর্তী যখন বুঝতে পারেন, তখন মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের তিনি এ তথ্য জানান। নেতারা তাৎক্ষণিকভাবে মাইকের সাহায্যে জনগণের কাছে আবেদন জানান। বললেন,’আপনাদের সবাইকে অনুরোধ, যে কেউ মিঠুন দা-র পার্স নিয়ে গেছে, দয়া করে এসে পার্সটি ফিরিয়ে দিন। নিসার সংস্কৃতি এমন নয়।’
তবে পার্স নেওয়া ব্যক্তিকে ‘আপনি’ বলে সম্বোধন করা এবং নিসার সংস্কৃতির কথা বলে আহ্বান জানানোর কোনোটাই কাজে আসেনি । মিঠুনের পার্সটি তার ভক্ত নাকি অন্য কেউ হাত সাফাই করেছে তা এখনো জানা যায়নি। অনেক অনুরোধ করেও মিঠুন চক্রবর্তীর পার্স পাওয়া যায়নি। এর কারণে মিঠুন শীঘ্রই অনুষ্ঠান শেষ করে চলে যান । উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হুমকি পাওয়ার পর বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফ বর্তমানে মিঠুন চক্রবর্তীকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে।।