এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১২ নভেম্বর : ইরানি গণমাধ্যম জানিয়েছে যে দেশটি যৌন নিপীড়নের অভিযোগে জনসমক্ষে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।ইতেমাদ নিউজ এজেন্সি লিখেছে যে এই ব্যক্তির ফাঁসির আদেশ আজ ১২ নভেম্বর মঙ্গলবার ইরানের হামাদান শহরে কার্যকর করা হয়েছে । মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলী সালামত। তথ্য অনুযায়ী, এই ব্যক্তি গত বছর এক নারীকে প্রতারিত করে ‘ধর্ষণ’ করে বলে অভিযোগ
মোহাম্মদ আলীর ফাঁসির আদেশ জারি করেছে ইরানের সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগে, ইরানের মানবাধিকার সংস্থা বলেছিল যে এই দেশটি এই বছরের অক্টোবরে ১৩ আফগান সহ ১৬৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এটি এক মাসে ইরানের মানবাধিকার সংস্থার রেকর্ডকৃত সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। এই ফাউন্ডেশনের অনুসন্ধানের ভিত্তিতে, ইরান চলতি বছরের শুরু থেকে কমপক্ষে ৬৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।।