এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : বাংলাদেশের হিন্দুরা প্রতিনিয়ত সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছে । হিন্দুদের উপর শারিরীক হামলা তো আছেই, তার সঙ্গে মন্দিরে হামলা ও দেবদেবীর মূর্তি ভাঙচুর করা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে । হিন্দুদের উপর হামলায় যোগ দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও । দিন কয়েক আগে চট্টগ্রামের হাজারিগলিতে হিন্দুদের উপর সবচেয়ে বেশি হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে । বাংলাদেশের হিন্দুদের উপর এভাবে লাগাতার হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করলেন সাধুসন্তরা । তাতে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু, রেখা পাত্র, কৌস্তুভ বাগচীসহ প্রচুর সাধারণ মানুষ । শ্রীরামের ছবিসহ গেরুয়া পতাকা হাতে সাধারণ মানুষ ‘জয় শ্রীরাম’ ও ‘হর হর মহাদেব’ শ্লোগান তোলেন । সাধুসন্তরা শঙ্খ ধ্বনি দেন ।
সেই ভিডিও এক্স-এ শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’আজ আমি বাংলাদেশী হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার এবং ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হিন্দু দেব-দেবীর মূর্তির অপবিত্রতার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে রাণী রাশমনি এভিনিউ থেকে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন পর্যন্ত গিরি গোবরধনধারী চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছি।’
মিছিল শেষে শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রাপোল সীমান্তে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসব । তাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে আমি পরোয়া করিনা । নিজেদের ধর্মরক্ষা করতে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো,কেউ আমাদের রুখতে পারবে না ।’ পাশাপাশি তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । জানা গেছে,কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্ট ।।