এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা হাত সাফাইয়ের অভিযোগে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ । পাশাপাশি মালদহ থেকে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ । জানা গেছে,সোমবার রাতে চোপড়া থানার পুলিশকে সাথে নিয়ে দু’জায়গায় অভিযান চালিয়ে মোবারক হোসেন, সাদ্দিক হোসেন এবং হাসানুল হক নামে ওই ৩ জনকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গ্রেফতার করেছে । প্রথম দু’জনের বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকায় । তৃতীয় জন চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তাদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ট্যাবের টাকা হাতসাফাই করার অভিযোগ রয়েছে । ধৃতদের আজ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে চেয়ে ইসলামপুর আদালতে তোলা হয় । পাশাপাশি সোমবার রাতে মালদহে হানা দিয়ে একজনকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মালদহে ধৃত ব্যক্তির নাম হাসেম আলি। সে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। ওই যুবক স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিক। পুলিশ সূত্রে খবর, হাসেম আলি মোবাইলে বাংলার শিক্ষা পোর্টালে ঢুকে একটি অ্যাকাউন্টে ঢুকে তথ্যও বদলে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতসাফাই করতে শুরু করে । বাকিরা সাইবার ক্যাফেতে কাজ করত বলে জানতে পেরেছে পুলিশ।।