এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৬ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের লাখুড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাসকে খুনের ঘটনার সম্পুর্ন তদন্তভার তুলে দেওয়া হল সিআইডির হাতে । এদিকে দায়িত্ব হাতে পেয়েই ঘটনার তদন্তে নেমে পড়েছে সিআইডি । শুক্রবার দুপুর নাগাদ সিআইডির পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রথমে আসে মঙ্গলকোটে থানায় । ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা তাঁরা কিছুক্ষণ কথা বলেন । তারপর দলটি চলে যায় নতুনহাট গুসকরা রোডের ধারে সিউর মোড়ে ঘটনাস্থলে । সিআইডির প্রতিনিধিদের সঙ্গে ছিল ফরেনসিক দল ৷
তাঁরা বেশকিছুক্ষণ ধরে ঘটনাস্থল খুঁটিয়ে দেখেন । তবে এদিন নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বলার জন্য সিউর গ্রামে যেতে দেখা দেখা যায়নি সিআইডির তদন্তকারী দলটিকে । সুত্রের খবর,এই খুনের ঘটনায় যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নিজেদের হেফাজতে নিতে পারে সিআইডি । এছাড়া সন্দেহভাজন প্রত্যেককেই তাঁরা নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর ।
গত সোমবার সন্ধ্যায় খুন হন সিউর গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেস নেতা অসীম দাস । তিনি বাইকে চড়ে বাড়ি ফেরার সময় নতুনহাট-গুসকরা রোডের ধারে সিউর মোড়ে আসতে দুষ্কৃতিরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় । দলীয় কোন্দলের জেরেই এই খুনের ঘটনা বলে দাবি করেছিল মৃতের পরিবার । শেষ পর্যন্ত তাঁদের সেই দাবি সত্যি প্রমাণিত হয় ।
ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই বিশেষ তদন্তকারী কমিটি বা ‘সিট’ গঠন করা হয় । ৪ জন জনকে আটক করে চলে জিজ্ঞাসাবাদ । বুধবার রাতে সাবুল শেখ ও সামু শেখ নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের আদালতে তোলার পর পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । এরপর এদিন থেকে তদন্তভার চলে গেল সিআইডির হাতে ।
এদিন সি আইডির দলটি মঙ্গলকোট থানায় আসে । জানা গেছে, যে সমস্ত পুলিশ আধিকারিকরা এই খুনের ঘটনার তদন্তে প্রথম থেকেই ছিলেন তাঁদের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেন তাঁরা । তারপর তাঁরা ঘটনাস্থলে যান । সেখানে গিয়ে বোঝার চেষ্টা করেন অসীমবাবুর বাইক থামিয়ে গুলি করা হয়েছিল নাকি চলন্ত অবস্থায় গুলি করা হয়েছিল । এনিয়ে তাঁরা ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিকদের মতামতও শোনেন । এছাড়া মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে অসীমবাবুর কোনও ব্যাগ উদ্ধার করেছিল কিনা পুলিশকে সেই প্রশ্নও করেন সিআইডির আধিকারিকরা । বেশ কিছুক্ষন ধরে ঘটনাস্থল খুঁটিয়ে দেখার পর চলে যায় সিআইডি ও ফরেনসিক দলটি ।।