এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ জুলাই : আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্র সাংবাদিক সাংবাদিক দানিশ সিদ্দিকীকে হত্যা করা হল । শুক্রবার আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে (Farid Mamundzay) এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন । তিনি জানিয়েছেন, আফগান সুরক্ষা বাহিনীর সাথে রিপোর্টিং কাজ করছিলেন দানিশ সিদ্দিকী। সে সময় তাঁকে হত্যা করা হয় ।
মুম্বাইয়ের বাসিন্দা ৪০ বর্ষীয় দানিশ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন । জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র দানিশ কর্মজীবনের প্রথম দিকে টেলিভিশন সাংবাদিক হিসেবে শুরু করেন । পরে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন । দীর্ঘ প্রায় ১১ বছর ধরে তিনি রয়টার্সের সঙ্গে যুক্ত ছিলেন । ইরাকের মসুলের যুদ্ধ,হংকং প্রোটেস্ট,নেপালের ভূমিকম্প প্রভৃতি ঘটনার ছবি সংগ্রহ করতে গিয়েছিলেন দানিশ । তিনি ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন । রোহিঙ্গাদের নিয়ে কভারেজের জন্য তাঁকে এই পুরষ্কার দেওয়া হয় । ভারতীয় সাংবাদিক হিসাবে তিনিই প্রথম পুলিৎজার পুরষ্কার অর্জন করেছিলেন ।
এদিকে আফগানিস্তান থেকে ন্যাটোবাহিনী সরে যেতেই ফের স্বমূর্তি ধারন করেছে তালিবান । আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম করতে একের পর এক জেলা দখল নিতে শুরু করেছে উগ্রপন্থী এই সংগঠন । ইতিমধ্যে দুই শতাধিক জেলা তালিবানি দখলে চলে এসেছে । ফলে গোটা আফগানিস্থান জুড়ে আফগানি সেনার সঙ্গে তালিবানদের ভয়ঙ্কর লড়াই চলছে । সেই খবর সংগ্রহ করতে দিন কয়েক আগেই আফগানিস্থানে গিয়েছিলেন দানিশ সিদ্দিকী ।
স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে,কন্দহরের স্পিন বোলডাক জেলায় দানিশকে হত্যা করা হয় । তাদের মতে, সিদ্দিকী সম্প্রতি একজন পুলিশ সদস্যকে উদ্ধারের জন্য আফগান বিশেষ বাহিনী পরিচালিত একটি মিশন কভার করার পর থেকে সন্ত্রাসবাদিদের নিশানায় চলে এসেছিলেন । দানিশ বৃহস্পতিবার রাতে আফগান সেনা শিবিরেই ছিলেন । সেই সময় তালিবানি হামলা হয় । গুলিতে গুরুতর জখম হন দানিশ । ঘটনার কিছুক্ষনের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে খবর ।
এদিন এক ট্যুইটার বার্তায় আফগান রাষ্ট্রদূত দানিশ সিদ্দিকীর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘গতরাতে কান্দাহারে বন্ধু দানিশ সিদ্দিকী হত্যার করুণ সংবাদে আমি গভীর ভাবে শোকাহত । সন্ত্রাসীরা যখন আক্রমণ করেছিল তখন পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় সাংবাদিক আফগান সুরক্ষা বাহিনীর সাথে ছিলেন । কাবুলের উদ্দেশ্যে রওনা হওয়ার ২ সপ্তাহ আগে তার সাথে আমার দেখা হয়েছিল । তিনি ফটো সাংবাদিকতা করেছিলেন । তাঁর পরিবার ও রয়টার্সকে সমবেদনা জানাই ।’।