এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৬ নভেম্বর : বাঁকুড়ায় টিউশন থেকে ফেরার পথে নবম শ্রেণির আদিবাসী ছাত্রীকে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে । ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল লিখেছেন,’বাংলায় একের পর এক ধর্ষণ,খুন ও শ্লীলতাহানির মতন ঘটনা ঘটেই চলেছে।এবার টিউশান থেকে ফেরার পথে নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরে। অভিযোগ, বাড়ি ফেরার পথে কালী মন্দিরের সামনে থেকে এক যুবক তাকে অনুসরণ করতে শুরু করে। অন্ধকার জায়গায় আসতেই সাইকেলে বসে থাকা ওই ছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে। তারপর চলন্ত সাইকেল থেকে রাস্তায় ফেলে তার শ্লীলতাহানি করে যুবক বলে দাবি ছাত্রীর । ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।’ তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেছেন,’মমতার রাজত্বে নারীদের সুরক্ষা নেই।আদিবাসী ছাত্রীরও ছাড় নেই এই বাংলায় । পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জীর দলদাসে পরিণত হয়েছে ।ব্যর্থ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বাংলায় মানুষ উত্তর চায়, নারীদের সুরক্ষার স্বার্থে উনি কী কী পদক্ষেপ নিয়েছে?’
ঘটনার বিবরণে জানা গেছে,প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলেও গ্রামের এক গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে গিয়েছিল ওই কিশোরী । কিন্তু পাড়ায় কালী প্রতিমার বিসর্জন থাকায় সাতটা নাগাদ ছুটি দিয়ে দেন শিক্ষক । এরপর এক বান্ধবীর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল নির্যাতিতা কিশোরী । বাড়ি ফেরার পথে একটা কালী মন্দিরের সামনে থেকে এক যুবক তাদের অনুসরণ করতে শুরু করে । কিছুটা এগিয়ে যেতেই ওই যুবক সাইকেলের পিছনে বসা মেয়েটিকে জাপটে ধরে । তাকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি করার পর ধর্ষণের চেষ্টা করে । ইতিমধ্যে কিশোরীর আরও কিছু বান্ধবী সেখানে চলে এলে তাদের তাড়া খেয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক ।
জানা গেছে,নির্যাতিতাকে সেখান থেকে ফের শিক্ষকের কাছে নিয়ে যায় বান্ধবীরা । ঘটনার কথা শুনে শিক্ষক ছাত্রীর বাড়িতে ফোন করে বিষয়টি জানান । এরপর পাড়ার লোকজনকে সাথে নিয়ে শিক্ষকের বাড়িতে যান ছাত্রীর পরিবার । তারা প্রথমে অভিযুক্তের বাড়িতে যান । কিন্তু তার আগেই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ও তার পরিবার । এরপর কোতুলপুর থানায় এসে তারা অভিযোগ দায়ের করে । পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে পুলিশ । ধৃতকে আজ বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ।।