এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৬ নভেম্বর : তিন দিন নিখোঁজ থাকার পর বছর ৩২-এর এক যুবকের বস্তাবন্দি টুকরো করা দেহ উদ্ধার হল । এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বীরভূম জেলার কাঁকড়তলা থানা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শেখ ইনসান (৩২) । তার বাড়ি বাড়ি কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামে ৷ আজ বুধবার সকালে পার্শ্ববর্তী রসা গ্রামের কয়লা খাদানের পাশের একটি ডোবা জলে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় । মৃতের পরিবার পরিজনদের অভিযোগ যে রসা গ্রামেরই এক মহিলার সঙ্গে শেখ ইনসানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । আর তার প্রতিশোধ নিতেই তাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে খাদানের পাশের ডোবায় ফেলে দেওয়া হয়েছে । দেহ উদ্ধারে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পুলিশ । পুলিশ জানিয়েছে,ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে ।
জানা গেছে,দিন তিনেক আগে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ ইনসান । পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি । আজ সকালে রসা গ্রামের কয়লা খাদানে কাজে যাওয়ার সময় খাদানের পাশে একটা ডোবায় একটা সাদা বস্তা ভাসতে দেখে । সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় কাঁকড়তলা থানায় । এরপর পুলিশ এসে বস্তা খুলতেই এক ব্যক্তির টুকরো করা দেহাংশ দেখতে । পরে পরিবারের লোকজন তাকে সন্তাক্ত করে । এদিকে ঘটনার কথা চাওড় হতেই দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সাহাপুর গ্রামের বাসিন্দারা । তার পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দেয় । পরে বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।।