এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ নভেম্বর : দুর্গপূজা ও লক্ষ্মী পূজায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পূজো মণ্ডপে হামলার অভিযোগ উঠেছিল । কালী পূজাতেও কলকাতায় দু’একটা মণ্ডপে হামলার অভিযোগ ওঠে । তার মধ্যে এমনই একটা মণ্ডপে হামলার ভিডিও সম্প্রচার করার অপরাধে একটা নিউজ পোর্টালের সাংবাদিককে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অনন্য গুপ্তের স্বাক্ষরিত অ্যারেস্ট মেমো এবং কলকাতার লেকটাউন থানার ইনস্পেকটর মহেশ দাসের স্বাক্ষরিত সিজার লিস্ট এবং গ্রেফতারের মুহুর্তের ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন,’পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠকে দমন করার চেষ্টা চলছে ।’
বিরোধী দলনেতার শেয়ার করা সিজার লিস্ট অনুযায়ী, লেকটাউন থানায় ৩ নভেম্বর দায়ের করা ওই মামলায় (কেস নম্বর : ৩৯৪/২০২৪) সাংবাদিক অনন্য গুপ্তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬-২(ঘৃণামূলক বক্তব্য),২৯৯ (ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ) এবং ৩০২(কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত বা অবমাননা করার অভিপ্রায়ে সম্পাদিত কাজ) ধারায় মামলা রজু করা হয়েছে ।
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’মধ্যম (madhyom.com) হল একটি পশ্চিমবঙ্গ ভিত্তিক নিউজ পোর্টাল যা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির খবর ও মতামত এবং দৃষ্টিভঙ্গি কভার করে। সম্প্রতি পোর্টালটি কলকাতার দক্ষিণদাড়ি এলাকায় (উল্টাডাঙ্গা সংলগ্ন) একটি কালী পূজা প্যান্ডেলে ভাঙচুরের ঘটনা কভার করে একটি ভিডিও আপলোড করেছে । ভিডিওটি যথেষ্ট পরিমাণে ভিউ পেয়েছে এবং ভাইরাল হচ্ছে। কালী পূজা প্যান্ডেলের নিরাপত্তা দিতে এবং মা কালীর মূর্তি অপবিত্র করা থেকে রক্ষায় ব্যর্থ মমতা পুলিশ আজ সাংবাদিক অনন্য গুপ্তাকে গ্রেফতার করেছে। মনে হয়, সত্যকে প্রকাশ করেছিলেন এটাই তার দোষ।’ তিনি আরও লিখেছেন, ‘এটা শুধু মুক্ত সাংবাকতার কথা নয়, পশ্চিমবঙ্গে যখনই সনাতন ধর্মের ওপর হামলা চলেছে, তখনই প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হয়েছে।’।