এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ জুলাই : প্রায় আড়াই’শ বছরের প্রাচীন একটি শিবলিঙ্গ চুরি হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার আউশগ্ৰাম ব্লকের বিষ্ণুপুর গ্রামে । কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গটি রাতের অন্ধকারে বেদি থেকে উপড়ে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতিরা । বৃহস্পতিবার সকালে পুজো করতে এসে বিষয়টি প্রথম মন্দিরের পুরোহিতের নজরে পড়ে । বৃহস্পতিবার এনিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ এই চুরির কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
জানা গেছে,প্রায় আড়াই’শ বছর আগে বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা জনৈক সারদাপ্রসাদ রায় নামে এক ব্যক্তি ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন । তিনি বর্ধমান রাজ পরিবারের পারিবারিক চিকিৎসক ছিলেন । পরবর্তী কালে রাজ পরিবারের আর্থিক সহায়তায় একটি মন্দির নির্মাণ করা হয়েছিল । পারিবারিক হলেও আস্তে আস্তে মন্দিরটি সার্বজনীন রূপ পায় । শিবরাত্রির দিন গ্রামবাসীদের ঢল নামে মন্দিরে ।
প্রতিদিন সকাল সন্ধ্যা দেবতার নিত্যসেবা হত । বুধবার সন্ধ্যায় যথারীতি পূজো করে মন্দিরের দরজা লাগিয়ে বাড়ি চলে যান মন্দিরের পূজারি । কিন্তু এদিন সকালে পূজো করতে এসে তিনি দেখেন মন্দিরের দরজা খোলা । এরপর ভিতরে ঢুকতেই দেখতে পান বেদি থেকে শিবলিঙ্গটি উপড়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিদল । এই চুরির ঘটনায় পুরাতাত্ত্বিক সামগ্রী পাচারকারী কোনও চক্রের হাত আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।।