এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০৫ নভেম্বর : সোমবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার আলমোড়ায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে যায় । এই ঘটনায় ৪০ জন যাত্রীর মধ্যে ৩৬ জনেরই মৃত্যু হয়েছে। বাকিদের আঘাত গুরুতর । মৃত্যু হয়েছে বাসচালকেরও। আহত অন্তত ২৭ জন । গারোয়ালের পাউরি থেকে কুমায়ুনের রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। প্রায় ২৫০ কিমি রাস্তা। রাতভর জার্নি। রামপুর থেকে প্রায় ৩৫ কিমি আগে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। হতাহতরা সকলেই হিন্দু । এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, এদিকে তখন একসঙ্গে অত হিন্দুর মৃত্যুতে আনন্দ প্রকাশ করে ফেসবুক পোস্ট করে মোহাম্মদ আমীর রহমান নামে এক মুসলিম যুবক । সোমবার ফেসবুকে তার ওই পোস্টটি নজরে পড়তেই হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার উত্তরাখণ্ডের ধুমকোট পাউরি গাড়ওয়ালের বাসিন্দারা থানায় একটা স্মারকলিপি জমা দেন । তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।
ধুমকোট পাউরি গাড়ওয়ালের বাসিন্দাদের স্মারকলিপিতে লেখা হয়েছে,’গতকাল ০৪/১১/২০২৪ তারিখে মারকুলা এলাকায় একটি বড় দুর্ঘটনায় ৩৯ জন প্রাণ হারান। এতে নিহতরা সবাই কোনো না কোনোভাবে আমাদের আত্মীয়-স্বজন ছিলেন। আমরা এখনো তার শেষকৃত্য সম্পন্ন করতে পারিনি। এই দুর্ঘটনায় শোকাহত গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনায় রামনগরের বাসিন্দা মোহাম্মদ আমির ফেসবুকে ‘হ্যাপি দিওয়ালি’ লিখে মৃতদেহের ছবি পোস্ট করেছে । ফেসবুকে ‘ফ্রি হোম ডেলিভারি হ্যাপি দিওয়ালি’ লিখে আপলোড করা হয়েছে।’
এরপর লেখা হয়েছে,’স্যার, শোনা গেছে, উক্ত ব্যক্তি বজ্র উন্নয়ন ব্লক বিরনখালে অবৈধভাবে সম্পত্তি অধিগ্রহণ করেছে, যেটি যে কোন পরিস্থিতিতে ভেঙ্গে ফেলা উচিত। স্যার, উত্তরাখণ্ডের ইতিহাসে সামাজিক সম্প্রীতি নষ্ট করার এই প্রথম ঘটনা। যদি এই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তবে সমস্ত হিন্দু সংগঠনগুলি একত্রিত হয়ে এই জাতীয় বিষয়গুলিকে নিজেরাই মোকাবেলা করতে বাধ্য হবে। তাই অবিলম্বে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’ স্মারকলিপির সঙ্গে ওই জিহাদির ফেসবুক পোস্টের স্ক্রীন শর্টও সংযুক্ত করার কথা বলা হয়েছে ।
সাংবাদিক অশ্বিনী শ্রীবাস্তব ধৃত ব্যক্তি, স্মারকলিপির কপি ও ফেসবুক পোস্টের স্ক্রীন শর্ট এক্স-এ শেয়ার করে লিখেছেন,’মোহাম্মদ আমীর রহমান, উত্তরাখণ্ডের মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় এই বার্তাটি উদযাপন করে পোস্ট করেছেন: “শুভ দীপাবলি, হোম ডেলিভারি।” গ্রেফতার।’ তিনি আরও লিখেছেন,’তিনি একজন শ্রমিক হিসাবে গাড়ওয়ালে এসেছিলেন, কিন্তু আজ তিনি একাধিক ডাম্প ট্রাকের মালিক এবং একজন ঠিকাদার হয়েছেন। তবুও, তার মানসিকতা একই জিহাদী আদর্শে প্রোথিত রয়ে গেছে!’