প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ নভেম্বর : গোটা দেশের মধ্যে ধর্ষণে এগিয়ে বাংলা। এই রাজ্যটা এখন ধর্ষণের রাজধানী হয়ে গেছে। সোমবার পূর্ব বর্ধমানের কালনা শহরের পুরোশ্রী হলে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবী করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রের শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি এও দাবি করেন, মুখ্যমন্ত্রী পুলিশকে তৃণমূলের চাকরে পরিণত করেছেন । পশ্চিমবঙ্গ পুলিশের এখন এক পয়সাও দাম নেই। গোটা পশ্চিমবঙ্গ পুলিশ এখন ট্রাফিক পুলিশ হয়েগেছে। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের সমালোচনা করে পাল্টা বিজেপিকে বাংলা বিরোধী বলে আখ্যায়িত করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
কালনার পুরোশ্রী হলে এদিন বিজেপির দলীয় কর্মসূচির পাশাপাশি ছিল সদস্য সংগ্রহ অভিযান। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও জেলা এবং রাজ্য স্তরের অনেক বিজেপি নেতা এই কর্মসূচিতে যোগ দেন। মূল দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় মুখর হন। তিনি বলেন,’এই রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি কারুর আর বিশ্বাস নেই ,আস্থাও নেই। পুলিশের প্রতি ও মানুষেরা বিন্দুমাত্রও বিশ্বাস নেই।এই পুলিশকে বাংলার জনতা এখন ভয়ও পাচ্ছে না, মানছেও না। পশ্চিমবঙ্গ পুলিশের এখন এক পয়সাও দাম নেই। গোটা পশ্চিমবঙ্গ পুলিশ এখন ট্রাফিক পুলিশ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশকে তৃণমূলের চাকরে পরিণত করেছেন বলে, সুকান্ত মজুমদার দাবি করেন’।
রাজ্যে উত্তরোত্তর বেড়ে চলা ধর্ষণের ঘটনার তীব্র সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন,’গোটা দেশের মধ্যে ধর্ষণে এগিয়ে বাংলা। এই রাজ্যটা এখন ধর্ষণের রাজধানী হয়ে গেছে।’ আর জি কর হাসপাতালের চিকিৎসক অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কি ন্যায় বিচার মিলবে? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন,’তথ্য প্রমান সব লোপাট করা হয়েছে। আরজিকরে নিহত ও অভয়া প্রকৃত বিচার পাবে বলে আমার তো মনে হচ্ছে না!মমতা বন্দ্যোপাধ্যায় কে চেয়ার থেকে অপরসারণ করতে পারলে ,তবেই ন্যায় বিচার মিলবে। তাছাড়া ন্যায়বিচার মিলবে না’।আরজিকর কান্ড নিয়ে বিজেপি কি,বড় কোন আন্দোলনে নামবে? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ’আর জি কর কাণ্ড নিয়ে বিজেপি বিজেপির মতন করে আন্দোলন করবে’। সামনেই রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে, বিজেপি কি ফল করবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ’উপনির্বাচনে নিরপেক্ষ ভোট হয় না। তবে ভোট যদি নিরপেক্ষ হয়, তাহলে কম করে তিনটে আসনে বিজেপি জিতবে বলে সুকান্ত মজুমদার দাবি করেছেন।
সুকান্ত মজুমদার বাংলাকে ধর্ষণের রাজধানী বলায় বেজায় চটেছেন,পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধীপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা দেবু টুডু । তিনি বলেন, বিজেপি বাংলা বিরোধী। তাই দেশের কাছে বাংলাকে খাটো করাটাই ওরা ওদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে ফেলেছে।অথচ বিজেপি শাসিত মনিপুর, উন্নাও ও হাতরাসে মহিলাদের উপর হওয়া অত্যাচারের ঘটনা নিয়ে বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটে থাকে।আরজিকল কাণ্ডে মূল অভিযুক্তকে বাংলার পুলিশিই গ্রেফতার করেছে। কিন্তু কেন্দ্রে সিবিআই এখনো অবধি আর কোন দোষীকে গ্রেফতার করতে পারেনি।। বাংলার পুলিশ যোগী রাজ্যের পুলিশের মত এনকাউন্টার ওয়ালা পুলিশ হয়নি। বাংলার পুলিশ দেশের আইন এবং আদালত কে মান্যতা দিয়ে কাজ করে এটা হয়তো বিজেপির পছন্দ নয়। তাই সুকান্ত মজুমদার বাংলার পুলিশের বদনাম করছেন বলে দেব টুডু মন্তব্য করেছেন।।