এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৩ অক্টোবর : ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে যে এই দেশটি বিভিন্ন অভিযোগের কারণে চলতি বছরের অক্টোবরে ১৩ আফগানকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানের মানবাধিকার সংস্থা শনিবার, প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে এই সময়ের মধ্যে ইরানে ১৬৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে হত্যা, মাদক পাচার ও যুদ্ধসহ বিভিন্ন অভিযোগে এসব লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ছয় নারী, ১১ জন বেলুচ, নয়জন কুর্দি এবং একজন জার্মান-ইরানি নাগরিক রয়েছেন। এই সংস্থার তরফে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই একজন মানসিক রোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এটি এক মাসে ইরানের মানবাধিকার সংস্থার রেকর্ডকৃত সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। এই ফাউন্ডেশনের অনুসন্ধানের ভিত্তিতে, ইরান চলতি বছরের শুরু থেকে কমপক্ষে ৬৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। চলতি মাসের শুরুতে এই সংগঠনটি ইরানে ‘ইচ্ছাকৃত হত্যার’ অভিযোগে দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা করে ।।