এইদিন বিনোদন ডেস্ক,০৩ নভেম্বর : হিন্দি সিনেমার ইতিহাসে বিপ্লব ঘটাতে চলেছেন হৃতিক রোশন । ‘কহনা প্যায়ার হ্যায় খ্যাত’ হৃতিক রোশন চলতি বছর সিদ্ধার্থ আনন্দের এরিয়াল অ্যাকশন ফিল্ম ফাইটার দিয়ে আত্মপ্রকাশ করেন। কিন্তু ভালো রিভিউ পায়নি ছবিটি । তবে ছবিতে হৃতিকের অ্যাকশন দৃশ্যগুলো ভালো লেগেছে দর্শকদের । এখন খবর হচ্ছে মূলধারার হিন্দি সিনেমায় আরও একটি নতুন ধরনের ছবি তৈরি করতে চলেছেন হৃতিক। এটি হবে এক ধরনের জম্বি থিম ফিল্ম ।
হৃতিক ২০০৭ সালের হলিউড ফিল্ম ‘আই অ্যাম লিজেন্ড’-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন। উইল স্মিথ অভিনীত এই ছবির হিন্দি স্বত্বও কিনেছেন হৃতিক। এখন শীঘ্রই এর হিন্দি রূপান্তরের কাজ শুরু হবে। বলা হচ্ছে এটি হৃতিকের প্যাশন প্রজেক্ট । তাই ছবিটি তৈরিতে তিনি কোনো খামতি রাখতে চান না তিনি । তবে তিনি তাড়াহুড়ো করবেন না। উল্লেখ্য, আই অ্যাম লিজেন্ড একটি সারভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম। গল্পটি এমন এক ব্যক্তিকে নিয়ে, যিনি সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারীতে একমাত্র ব্যক্তি যিনি শুধু বেঁচে আছেন। জম্বির আক্রমণে মানব সভ্যতা ধ্বংস হয়ে গেলেও তিনিই একমাত্র ব্যক্তি যার টিকি ছুঁতে পারেনি । তবে কজম্বিরা তাকে আক্রমণ করতে চায়…কিন্তু করতে পারছে না। কীভাবে সে ওই অদ্ভুত প্রাণীদের হাত থেকে বেঁচে আছে, কীভাবে সে টিকে থাকে তার ওপর ভিত্তি করেই মূলত তৈরি হয়েছে পুরো ছবিটি। খবর হচ্ছে হৃতিকের নিজস্ব প্রোডাকশন হাউসেই তৈরি হবে এই ছবি ।
এই প্রজেক্টের জন্য সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খানের সঙ্গে কথা বলছিলেন হৃতিক। কিন্তু বিষয়গুলো তাদের মধ্যে বিশেষ কাজ করেনি। তাই এখন এই ছবির জন্য পরিচালক খুঁজছেন হৃতিক । যিনি এটিকে সঠিক দিশা দেখাতে পারেন এবং গল্পটিকে ভারতীয় ধাঁচে বানাতে পারে । এই চলচ্চিত্রটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। অবশ্য এর আগেই ‘ক্রিশ ৪’-এর কাজ শুরু করবেন হৃতিক। এর পরে, এই প্রকল্পটি ফ্লোরে আসার বা সম্ভাবনা রয়েছে ।
এদিকে ‘ক্রিশ ৪’ হল হৃতিকের অন্যতম বড় প্রজেক্ট। যা নিয়ে কাজ চলছে বহু বছর ধরে। এখন এটি শেষ পর্যন্ত ২০২৫ সালে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এবার রাকেশ রোশনের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দও। ছবিটি পরিচালনা করবেন ‘অগ্নিপথ’-এর পরিচালক করণ মালহোত্রা । এছাড়া অয়ন মুখার্জি পরিচালিত স্পাই ইউনিভার্সের ছবি ‘ওয়ার ২’,আলিয়া ভাটের ‘আলফা’ এবং সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত একটি অ্যাকশন ছবিতেও দেখা যাবে হৃতিক রোশনকে ।।