এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ অক্টোবর : ভাইফোঁটা দিনটির জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিটা নারী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন । আজকের দিনেই ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় কপালে চন্দনের ফোঁটা দিয়ে এবং মাথায় ধান-দূর্বা দিয়ে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা’ শ্লোক বলেন সনাতনী দিদি বা বোনেরা । আজ রবিবার সেই পবিত্র দিন । মালদা জেলার ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা রবি মণ্ডল (২৩) দিন কয়েক আগে, গত বুধবার দিদি প্রীতি মণ্ডলের শ্বশুরবাড়ি মালদার সাহাপুরের বাগানপাড়ায় পৌঁছে গিয়েছিলেন । আজ খুব সকালেই যাবতীয় আয়োজন করে রেখেছিলেন দিদি প্রীতিদেবী । কিন্তু ফোঁটা নেওয়ার আগেই দিদির শ্বশুরের হাতে নির্মমভাবে খুন হতে হল রবি মণ্ডলকে । ঘাতক কৈলাশ স্বর্নকারকে গ্রেফতার করেছে মালদহ থানার পুলিশ।
জানা গেছে,ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা রবি মণ্ডল পেশায় রাজমিস্ত্রি । তিনি বিবাহিত । রবির দিদির প্রীতির বিয়ে হয়েছে মালদহের সাহাপুরের বাগানপাড়ার সেতু মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা রকি স্বর্ণকারের সঙ্গে । ভাইফোঁটা উপলক্ষে বুধবার স্ত্রীকে নিয়ে দিদির বাড়ি বেড়াতে যান রবি । পঞ্জিকা অনুযায়ী আজ সাড়ে ৯ টার মধ্যে ভাইফোঁটা দেওয়ার তিথি ছিল । তাই খুব সকাল সকাল প্রস্তুতি নিতে শুরু করেছিলেন প্রীতিদেবী । আসন পেতে লুচি এবং বিভিন্ন মিষ্টান্নের পদ সাজানো প্লেট তৈরি রেখেছিলেন তিনি । তৈরি ছিল চন্দন বাঁটা,দূর্বাঘাস,ধান ও প্রদীপ দিয়ে সাজানো থালাও । কিন্তু ভাইফোঁটা দেওয়ার ঠিক মুহুর্তেই রবির দিদি-জামাইবাবুর মধ্যে সাংসারিক খুটিনাটি নিয়ে বচসা বাধে । রবি তাদের মধ্যে মধ্যস্থতা করতে গিয়েছিলেন । আর ঠিক তখনই প্রীতিদেবীর শ্বশুর কৈলাশ স্বর্ণকার ঘর থেকে একটা ক্রিকেট ব্যাট এনে রবিকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে । রবি রক্তান্ত অবস্থায় ভাইফোঁটার আয়োজনের পাশেই লুটিয়ে পড়েন ।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । অঅভিযোগ যে যুবকের মৃত্যু নিশ্চিত হতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ফের বাড়িতে আনা হয় । ইতিমধ্যে কোনো ভাবে খবর পেয়ে চলে আসে মালদা থানার পুলিশ । এদিকে পুলিশকে দেখেই চম্পট দেওয়ার চেষ্টা করে ঘাতক কৈলাশ স্বর্নকার । যদিও পুলিশ তাকে ধরে ফেলে । ঘাতককে গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।।