এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ নভেম্বর : মামলা না তুললে এক বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ফোনেতে দেওয়া হুমকির কল রেকর্ড নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও ওই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি এইদিন । শুভেন্দু অধিকারী জানিয়েছেন ওই নেতার নাম গৌর বেরা। বিরোধী দলনেতা লিখেছেন,মামলা করার জন্য এবার তোলামূলের হামলা চালানোর হুমকি । সবং এর বলপাই অঞ্চলের জনৈক তরুন নামে একজনকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে ১০০খানা বাইক নিয়ে তার ঘর লুটপাট করে নেওয়া হবে, তার দাদাকে তুলে নিয়ে এসে শেষ করে দেওয়া হবে আর তার ছক নাকি কষা হয়ে গিয়েছে। এই সব প্রচ্ছন্ন হুমকি যিনি দিচ্ছেন তার নাম গৌর বেরা, যার রাজনৈতিক পরিচয় তিনি স্থানীয় তৃণমূল নেতা। কথোপকথন শুনে যেটা বোঝা যাচ্ছে তা হলো যাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে তার দাদা একটি মামলা করেছেন আদালতে, এবং তাতেই তৃণমূলের সমস্যা, তাই মামলাটি তুলে নিতে এই হুমকি । গৌর বেরার দাবি পুলিশ তৃণমূলের এবং তারা তদন্ত করে মামলাটিকে মিথ্যা সাজিয়ে দেবে, শুধু তাই নয় পুলিশই নাকি সরিয়ে দিতে বলছে। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বাবুর নির্দেশেই নাকি এই সব করা হচ্ছে কারণ তিনি নাকি চুড়ান্ত পর্যায়ের অ্যাকশন করতে বলেছেন।’
শুভেন্দু অধিকারী আদালত ও রাজ্য পুলিশের উদ্দেশ্যে লিখেছেন,’আমি মহামান্য আদালত এবং রাজ্যের পুলিশ প্রশাসনের আধিকারিকদের এই কথোপকথনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করব এবং তৃণমূল নেতা গৌর বেরা, এবং যাদের যাদের নাম এই গৌর বেরা কথোপকথনে নিয়েছেন, তিনি যেই হোন না কেন, তাদেরকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এর সাথে যাকে হুমকি দেওয়া হচ্ছে তার পুরো পরিবারের দ্রুত সুরক্ষার ব্যবস্থা করা হোক। কোনো মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য যদি মনে করেন তো আদালতে যেতেই পারেন, দেশের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে সেটা সরকারের বিরুদ্ধেও হতে পারে। তৃণমূল ভূলে গেছে তারা সংবিধানের ঊর্ধ্বে নয়।’ বিরোধী দলনেতা বলেছেন,’আবারো প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলে।’।