এইদিন স্পোর্টস নিউজ,০১ নভেম্বর : রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের স্পিন আক্রমণে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড ২৩৫ রানে গুটিয়ে গেছে। টিম ইন্ডিয়া পরে ব্যাটিং শুরু করে এবং প্রথম দিনের খেলা শেষে ১৯ ওভারে চার উইকেট হারিয়ে ৮৬ রান করে। রবীন্দ্র জাদেজা ৬৫ রানে ৫ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর ৮১ রানে ৪ উইকেট নেন । তবে ভারতের ব্যাটিং ব্যর্থতা আবারও অব্যাহত থাকে। এরপর ৮ বলে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারায় ভারত । যশস্বী জয়সওয়াল (৩০),রোহিত শর্মা (১৮), মোহাম্মদ সিরাজ (০) এবং বিরাট কোহলি (৪) রান করে আউট হন। ক্রিজে রয়েছেন শুভমান গিল ও ঋষভ পান্ত।
রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ১৪ তম পাঁচ উইকেট নিয়ে ভারতীয় খেলোয়াড়ের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। ৩১৪ উইকেট নিয়ে, রবীন্দ্র জাদেজা হরভজন সিংয়ের পিছনে রয়েছেন যার তালিকায় ৪১৭ উইকেট রয়েছে।।