এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : পারিবারিক কালীপূজা করতে গিয়ে গৃহস্থের ১২ বছরের কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে । আজ শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে । পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৬৮ বছরের বৃদ্ধ পুরোহিত বিমল কুমার রায়কে আটকে রেখে গুসকরা ফাঁড়িতে খবর দেয় । খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে । শনিবার ধৃতকে আদালতে তোলা হবে।
জানা গেছে,বিমল কুমার রায়ের বাড়ি ভাতার থানার রায় রামচন্দ্রপুর গ্রামে । গুসকরা শহরের একটি পরিবারের কুলদেবী কালীর নিত্যসেবা ও বাৎসরিক পূজোয় পুরোহিতের দায়িত্ব দীর্ঘ দিন ধরে পালন করে আসছিলেন তিনি । বৃহস্পতিবার রাতে পুজো করে বাড়ি ফিরে আসেই ওই পুরোহিত । আজ শুক্রবার সকালে ফের তিনি পূজো করতে যান । পূজোর জন্য পোশাক পরিবর্তন করতে বাড়ির দোতলার একটা ঘরে গিয়েছিলেন । সেই সময় ওই ঘরে একাই ছিল ১২ বছরের মেয়েটি । সেই সূযোগে বিমল রায় তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ । ঘটনার পর মেয়েটি কাঁদতে কাঁদতে নিচে এসে তার মাকে ঘটনার কথা জানায় । এরপর কিশোরীর মা চিৎকার করে লোকজন ডাকাডাকি করলে প্রতিবেশীরা ছুটে এসে পুরোহিতকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । একজন বৃদ্ধের এই প্রকার ন্যাক্কারজনক আচরণে নিন্দায় সরব হয়েছে এলাকার বাসিন্দারা ।।