এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,৩১ অক্টোবর : হিন্দুদের কোনো পূজানুষ্ঠান এলে যে কথাটা কথিত ধর্মনিরপেক্ষবাদীদের মুখে শুনতে পাওয়া যায়,সেটা হল : ‘ধর্ম যার যার, উৎসব সবার‘ । শাসকদল তৃণমূল কংগ্রেসও একই কথা বলে । তৃণমূলের আলিপুরদুয়ার ২ ব্লক সহ-সভাপতি, জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি তথা আইএনটিটিইউসি-র রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য মানস রায় একটা ভিডিও বার্তায় হাত জোড় করে রাজ্যবাসীকে শুভ দিপাবলী ও কালীপূজাতে অংশগ্রহণের জন্য এমনই বার্তা দিয়ে বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আসুন আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করি ।’ কিন্তু বিগত শারদোৎসব থেকে শুরু করে লক্ষ্মীপূজা পর্যন্ত রাজ্যের একের পর এক পূজো মণ্ডপে ‘জিহাদি’ হামলার নজির তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতার ওই বার্তা সংশোধন করে বলেছেন,’ধর্ম যার যার ধর্ম রক্ষার দায়িত্বও তার তার ।’
বুধবার সন্ধ্যায় তমলুকে সবুজ পাতা আয়োজিত শ্রীশ্রী কালীপুজো ও দীপাবলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেছেন,’বিজয়া দশমীর দিন যখন মায়ের মূর্তি ভাঙ্গা হয় ভীষণ গায়ে লাগে । হাওড়ার বাদুড়িয়াতে নিরঞ্জন শোভাযাত্রায় পাথর ছোড়া হয়…খুব গায়ে লাগে । তাই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন করব । দুটো লাইন বলে শেষ করব৷ একটা গীতার লাইন… ধর্ম রক্ষতি রক্ষিত । নিজের ধর্ম রক্ষার কথা বলব । দ্বিতীয়ত, তো কেউ কেউ বলেন ধর্ম যার যার উৎসব সবার । আমি একটু পাল্টে দিতে চাই৷ আমি বলব ধর্ম যার যার ধর্ম রক্ষার দায়িত্বও তার তার ।’
বুধবার দলীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলির নির্বাচনী ক্ষেত্র তমলুকের একের পর এক কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । সবুজ পাতা সংঘের পূজো উদ্বোধনের আগে তমলুকে রেড লোটাস ক্লাব আয়োজিত পূজো উদ্বোধন করেন তিনি । আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা নন্দীগ্রামে একাধিক পূজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার । পাশাপাশি সন্ধ্যার দিকে খেজুরির একটা পূজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর ।।