এইদিন ওয়েবডেস্ক,৩০ অক্টোবর : ভারতের দুই প্রতিবেশী ইসলামি রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্মম নিপীড়নের শিকার হচ্ছে । ভারত ও ওই দুই ইসলামি রাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতার ক্রম বৃদ্ধি সমাজকে বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে । আর অসহিষ্ণুতার প্রমানও প্রকাশ্যে আসছে বারবার । পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুরখাস এলাকায় দরিদ্র হিন্দু পরিবারের নাবালিকা মেয়ে কেশো বাইকে গণধর্ষণ করে হত্যা করেছে কিছু মুসলিম যুবক । যেখানে পাকিস্তানের মৌলবাদী পুলিশকে ন্যাক্কারজনক ভূমিকায় দেখা গেছে । প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে, সিন্ধু পুলিশ নিহত কিশোরীর পরিবারের লোকজনদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
এদিকে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের একের পর এক খবর সামনে আসছে । বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় হিন্দুদের নিজের জায়গায় নির্মিত একটা মন্দির সরানোর নির্দেশ দিয়েছে মহম্মদ ইউনুস সরকার । জানা গেছে,গত ২৬ অক্টোবর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চরোল ইউনিয়নের দোগাছি-টলিপাড়া গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায় তাদের জমি পুনরুদ্ধার করে একটি অস্থায়ী শিব মন্দির প্রতিষ্ঠা করে । দু’দিন পর ২৮ তারিখে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দা আশেশ চন্দ্র মন্দিরে প্রার্থনা করতে গেলে স্থানীয় মুসলিমরা তার উপর অতর্কিতে হামলা চালায় । কয়েকজন শুভবুদ্ধিসম্পন মুসলিম তাকে বাঁচাতে গেলে তাদের উপরেও হামলা হয় । এই ঘটনার পর থেকেই শিব মন্দিরটি সরানোর জন্য তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের জঙ্গিরা ক্রমাগত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ।
বাংলাদেশের মুসলিমদের ধর্মীয় অসহিষ্ণুতার আরও একটা দৃষ্টান্ত প্রকাশ্যে এসেছে চট্টগ্রাম থেকে । আজ বুধবার চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে প্রভু শ্রীরামের ছবি দেওয়া গেরুয়া পরাকা টাঙানোর অপরাধে হৃদয় ও রাজেশ নামে দুই হিন্দু ছেলেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। হিন্দুদের অভিযোগ, হিন্দুবিরোধী ইউনূস সরকার হিন্দুদের ধর্মীয় অধিকার হরণ করছে।
তবে মুসলমানদের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতার ক্রম বৃদ্ধি শুধু পাকিস্থান বা বাংলাদেশে নয়,ভারতেও দেখা যাচ্ছে । হজরত মুহাম্মদের ছবি আঁকার অভিযোগে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুরে একটা দুর্গাপূজো মণ্ডপে আগুন লাগানো এবং দুর্গাপ্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেয় মুসলিমরা । গার্ডেনরিচে ঢাক ও মাইক বাজানোর অপরাধে অষ্টমীর দিন একটা মন্ডপে হামলা চালায় জিহাদিরা ।
তবে শুধু পশ্চিমবঙ্গেই বেশ কিছু রাজ্যে দুর্গাপূজার সময় মন্ডপে মুসলমানরা হামলা চালিয়েছিল । এখন শোনা যাচ্ছে যে নাভি মুম্বাইয়ের তালোজায় একটি হাউজিং সোসাইটিতে দীপাবলির আলো জ্বালানোর বিরোধিতা করেছে মুসলিমরা । তারা হিন্দু মহিলাদের রীতিমতো গালিগালাজও করেছে বলে অভিযোগ ।।