এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়িটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ । তারই প্রতিবাদে বুধবার সকালে ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন বেশ কিছু স্থানীয় গ্রামবাসী । পুলিশ ফাঁড়িটি না থাকলে এলাকায় অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাবে বলে তাঁদের আশঙ্কা । এই বিষয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘অগ্রদ্বীপের পুলিশ ফাঁড়িটি বর্তমানে একটা ভাড়া বাড়িতে আছে । ফাঁড়িটি সরানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে । তবে এখনও এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্রদ্বীপ রেলস্টেশনের গায়েই একটি ভাড়া বাড়িতে রয়েছে কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়িটি । বাড়িটি বহু পুরনো । প্রায় ৫৮ বছর ধরে ওই পুরনো বাড়িতেই ফাঁড়ির কাজকর্ম চলছে । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) ধ্রুব দাস বলেন, ‘ওই বাড়িটির ঘরগুলির অবস্থা খুব একটা ভালো নয় । তাই ফাঁড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়ির অধীনে রয়েছে খেদাপাড়া,গড়াগাছি, রামদাসপুর, দেয়াসীন, সোয়াগাছি,অগ্রদ্বীপসহ একাধিক গ্রাম । রয়েছে প্রচুর দোকানপাট । তাই ফাঁড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে গেলে ওই সমস্ত এলাকার বাসিন্দা থেকে ব্যাবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,ভাড়া বাড়িটির বেহাল দশার কারনে অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়িটি কালিকাপুরে নতুন একটি ভবনে স্থানান্তরিত করার বিষয়ে পুলিশ বিভাগ থেকে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর এই খবর চাওড় হতেই ফাঁড়ি স্থানান্তরের বিরোধিতায় সরব হন গ্রামবাসীরা । এদিন সকালে বেশ কয়েকটি গ্রামের শতাধিক গ্রামবাসী অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়িটি পুরনো ভবন থেকে সরিয়ে অগ্রদ্বীপ রেশস্টেশনের কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া হোক । এনিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা ।।