প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ জুলাই : বাড়িতে গিয়ে কান্নাকাটি করায় ১৫ মাস বয়সী শিশুকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন প্রতিবেশী । ধৃতের নাম সঞ্জিৎ সাউ। তার বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার কেন্না গ্রামের সায়েরপাড়ায় । সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ । শিশুকে মারধরের ঘটনায় জড়িত নিষ্ঠুর প্রতিবেশীর কঠোর শাস্তির দাবি করেছেন সায়েরপাড়ার সকল বাসিন্দারা ।
পুলিশ জানিয়েছে, শিশুর পরিবারের বসবাস কেন্না গ্রামের সায়েরপাড়াতেই । শিশুর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন । শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সকালে শিশুটি খুব কান্নাকাটি করছিল। কান্নাকাটি করতে করতে শিশুটি প্রতিবেশী সঞ্জিৎ সাউয়ের বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে শিশুটি কান্নাকাটি করায় সঞ্জিত শিশুটিকে প্রচণ্ড মারধর করে । এমনকি তিনি শিশুটিকে লাথি পর্যন্ত মারেন বলে অভিযোগ।মারধোর সহ্য করতে না পেরে শিশুটি আরও গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে । কান্নার শব্দ শুনে শিশুটির মা ওই প্রতিদবেশীর বাড়িটে ছুটে যান। তাঁকেও মারধর করে সঞ্জিত বাচ্চা নিয়ে চলে যেতে বলে অভিযোগ । হুমকি দেওয়া হয় কান্নাকাটি করা শিশুকে নিয়ে চলে না গেলে শিশুটিকে মেরে ফেলা হবে । মায়ের কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেয় সঞ্জিত ।
জানা গেছে,শিশুর মা স্থানীয় হাসপাতালে শিশুটির চিকিৎসা করান । শনিবার তিনি ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সঞ্জিতকে গ্রেফতার করে । পুলিশ মঙ্গলবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। তবে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করায় সিজেএম ধৃতের জামিন মঞ্জুর করেন ।।