এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : ইন্টারভিউ নিতে যাওয়া তরুনী সাংবাদিকের কোলে বসে মোক্ষম ফেঁসেছেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য । তন্ময় ভট্টাচার্যকে ‘পোটেনশিয়াল রেপিস্ট’ বলে অভিহিত করে ওই সাংবাদিক বলেছিলেন যে সমাজে এই ধরনের কিছু লোক থাকে যারা মেয়েদের শরীর স্পর্শ করার জন্য সর্বদা সুযোগ খোঁজে ৷ ফেসবুক লাইভে ঘটনার বর্ণনার পাশাপাশি রবিবার ওই তরুনী বরাহনগর থানায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগও জমা দেন । তার ভিত্তিতে আজ সোমবার তন্ময় ভট্টাচার্যকে বরাহনগর থানায় ডেকে পাঠায় পুলিশ । এক দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে তিনি থানায় হাজিরাও দিতে যান । পরে তিনি তরুনী সাংবাদিকের অভিযোগকে ‘একটা কুরুচিকর পরিকল্পিত কুৎসা’ বলে অবিহিত করেন । পাশাপাশি দল তাকে সাসপেন্ড করার তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ।
উল্লেখ্য,ওই মহিলা সাংবাদিকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার ব্যবধানেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম । তিনি এটাও জানান যে এরপর বিষয়টি খতিয়ে দেখবে দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটি । তারপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তন্ময় ভট্টাচার্যকে । তিনি বলেছেন,’আজ একটি মেয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন,কাল অন্য কারও বিরুদ্ধে কোনও মেয়ে অভিযোগ তুলতে পারে, তাহলে কি তাকেও সাসপেন্ড করবে ? এই রুটিনে যদি দল চলে যায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি আশা করেছিলাম, দল আমার কথা শুনবে ।’
কোনো কোনো মিডিয়াতে তিনি সাক্ষাৎকার শুরুর আগে ও পরের মুহুর্তের সময় ধরে বর্ণনাও দিয়েছেন । কিন্তু একবারও তরুনীর কোলে বসার কথা স্বীকার করেননি তন্ময় ভট্টাচার্য । অবশ্য দল সাসপেন্ড করলেও বামপন্থী রাজনীতি ছাড়বেন না বলেও জানিয়ে তিনি ।।