এইদিন স্পোর্টস নিউজ,২৮ অক্টোবর : অপেক্ষার অবসান । প্যারিসে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আজ রাতেই যে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে নতুন কারোর হাতে। কে জিতবেন ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরার মুকুট- রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিচিয়াস জুনিয়র নাকি ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি ?
২১ বছর পর ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় মনোনয়ন পাননি লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি আটবার এবং রোনালদো পাঁচবার জিতেছেন মর্যাদার এই স্বীকৃতি। প্রাথমিক তালিকায় নেই রিয়াল মাদ্রিদের দুই লুকা মডরিচ কিংবা করিম বেনজেমাও। তাতেই নিশ্চিত হয়ে যায় আসছে নতুন মুখ। মেসি-রোনালদো যুগের আগে শেষবার ২০০৭ সালে ব্যালন ডি’অর জিতেছেন রিকার্ডো কাকা। দীর্ঘ ১৭ বছর পর কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের হাতে হয়তো উঠতে যাচ্ছে বর্ষসেরার পুরস্কার। গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রিয়াল জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। রিয়াল মাদ্রিদের এই সাফল্যের অংশীদার ছিলেন জুডে বেলিংহামও। ইংলিশ মিডফিল্ডারের অবশ্য সেরা হওয়ার সম্ভাবনা খুব কম। ভিনি ছাড়া অন্য কোনো নাম যদি আজ ঘোষণা করা হয় তিনি হতে পারেন রদ্রি। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছেন তিনি।
বর্ষসেরার লড়াইয়ের আরেক তারকাও রিয়াল মাদ্রিদের। তিনি কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) দ্বিমুকুট উপহার দিয়েছেন ফরাসি ফরওয়ার্ড। ব্যক্তিগত নৈপুণ্য অন্য সবার চেয়েও উজ্বল ছিলেন এমবাপ্পে। কিন্তু দলীয় বড় কোনো সাফল্য না থাকায় পিছিয়ে রাখা হচ্ছে তাকে। একই অবস্থা আর্লিং হাল্যান্ড, হ্যারি কেনেরও।
অবশ্য ক্লাব ফুটবলে আলো ছড়ালেও আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থ হয়েছেন ভিনিচিয়াস। গত জুলাইয়ে শেষ হওয়া কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তার দল ব্রাজিল। শেষ আটের ম্যাচটা ভিনি আবার খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। অথচ কোপা আমেরিকা কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপের আগে ভিনির কোনো প্রতিদ্বন্দ্বিই ছিল না!
কেবল বর্ষসেরা পুরুষ নয়, নারী ফুটবলারের নামও ঘোষণা করা হবে আজ রাতে। এ ছাড়া বর্ষসেরা কোচসহ (নারী ও পুরুষ দল) আরও কিছু ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে জমকালো এই অনুষ্ঠান।।