প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ জুলাই : ‘পশ্চিমবঙ্গ সরকার রীতিনীতি মেনে কাজ না করে চালাকি করলে সরকারকে সহযোগিতা করা হবে না ।’ মঙ্গলবার বর্ধমানে দলের কর্মসূচীতে যোগ দিয়ে সংবাদমাধ্যকে এমনটাই জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই সঙ্গে তিনি দাবি করেন মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের ঘটনার জন্য শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী। তৃণমূলের গোষ্ঠীদন্দের কারণেই মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন হয়েছেন বলে তিনি বলেন ।
খুনের ঘটনা প্রসঙ্গ সামনে এনে দিলীপ ঘোষ এও বলেন , ‘বিজেপি খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে না। উল্টে গত ৫ বছরে তাঁদের দলের ১৭৫ জন কর্মী খুন হয়েছে ।’ এরপরেই রাজ্য সরকারের সমালোচনা করে দিলীপ বাবু বলেন , ‘রাজ্য সরকার রীতিনীতি মেনে কাজ না করে চালাকি করলে তাঁরা সরকারকে সহযোগিতা করবেন না । বিরোধী দলের পাঠানো নাম থেকে পিএসি চেয়ারম্যান ঠিক হয় । কিন্তু রাজ্য সরকার সেটা করেনি । তাই তাঁদের কেউ কোনও কমিটির চেয়ারম্যানের পদে থাকবে না বলে দিলীপ ঘোষ এদিন সাফ জানিয়ে দেন ।’
পাশাপাশি তিনি এও বলেন, ‘পশ্চিমবঙ্গেই বারবার বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা আশ্রয় নেয়। জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ এখন সেফ জোন ।আবারও জঙ্গি ধরা পড়েছে । তার থেকেই প্রমাণ হয়ে গিয়েছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় নেমেছে । পশ্চিমবঙ্গে ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো আইপিএস, ভুয়ো আইএএস সহ একাধিক বিষয় সামনে এনে এদিন দিলীপবাবু রাজ্য সরকারকে একহাত নেন ।।