এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৭ অক্টোবর : সদ্যজাত শিশুর মৃতদেহ লোপাটের ঘটনার জের কাটতে না কাটতেই ফের শিশু মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি জেলা হাসপাতাল । আজ রবিবার শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা না করেই তাকে সুস্থ ঘোষণা করে বাড়ি নিয়ে যেতে বলে বলে অভিযোগ । কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হলে মৃত শিশুর পরিবার পরিজন হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের অভিযোগ যে শিশুটিকে পরীক্ষা করা তো দূরের কথা পরিবারের লোকজনদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক । তারা চিকিৎসককে তাদের হাতে তুলে দেয়ার জন্য দাবি জানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে স্থানীয় খালপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী । শিলিগুড়ি থানা আইসি এবং সংশ্লিষ্ট থানার ওসিও ঘটনাস্থলে ছুটে আসেন । পুলিশ নিহত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে জানা গেছে । মাঝেমধ্যেই শোকার্ত শিশুর পরিবারের লোকজন হাসপাতালে ঢুকে অভিযুক্ত চিকিৎসককে খুঁজে বেড়াচ্ছে বলে জানা গেছে । ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, মাটিগাড়া এলাকার তুলসিনগর গ্রামের বাসিন্দা সাত বছর বয়সী শিশুটিকে অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল । শিশুটির নাসারন্ধ্র থেকে রক্তপাত এবং গলায় ব্যথার সমস্যা ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন ৷ তাদের অভিযোগ যে শনিবার শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বলা হয় সে সুস্থ আছে । হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর শিশুটি মোটামুটি রাতে ঠিকই ছিল। আজ রবিবার সকালে শৌচকর্ম করতে গিয়ে শিশুটি ফের অসুস্থ হয়ে পড়ে । তারপর টোটোই চাপিয়ে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয় । কিন্তু চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষাই না করেই সুস্থ আছে বলে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেয় । পরিবারের লোকজন প্রতিবাদ করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ । এরপর শিশুটিকে এমার্জেন্সি বিভাগ থেকে বাইরে আনতেই মৃত্যু হয় । যে কারণে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।
এর আগে গত ১৭ অক্টোবর শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । আজও ওই শিশুটির মৃতদেহের কোন সন্ধান পাওয়া যায়নি । হাসপাতালের তরফে মিলছে না কোন সদুত্তর । শনিবার জেলা হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে ডিওয়াইএফআই এর সদস্যরা।পাশাপাশি বিক্ষোভও দেখান তারা ।।