এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৬ অক্টোবর : লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি, তিনি এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা এবং বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দেওয়ার জন্য খবরে ছিলেন । ফের একবার খবরের শিরোনামে লরেন্স৷ এবারে মহারাষ্ট্রে বিধানসভা তাকে টিকিট দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে একটা রাজনৈতিক দল । লরেন্সের পক্ষে মনোনয়ন দাখিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে ফর্ম চেয়েছে ওই দলটি । আর এই দলটি হল, ‘উত্তর ভারতীয় বিকাশ সেনা’ ।
উত্তর ভারতীয় বিকাশ সেনার নেতা সুনীল শুক্লা বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে লরেন্স বিষ্ণোইয়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে চান। এ জন্য তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এবি ফরমও চেয়েছেন। এবি ফর্ম একটি আনুষ্ঠানিক নথিভুক্তির জন্য প্রয়োজনীয়। রিটার্নিং অফিসারকে সম্বোধন করা একটি চিঠিতে, সুনীল শুক্লা দাবি করেছেন যে তিনি ফর্মটিতে বিষ্ণয়ের স্বাক্ষর পাবেন এবং তারপর একটি হলফনামা প্রস্তুত করবেন যা লরেন্স বিষ্ণোইয়ের প্রার্থিতা স্বীকৃত হবে। চিঠিতে লেখা আছে লরেন্স বিষ্ণোই যদি অনুমোদন দেন তাহলে ৫০ জন প্রার্থীর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে।
চিঠিতে লেখা আছে,আমরা জাতীয় এবং মহারাষ্ট্রের একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং পার্টির জাতীয় সভাপতি হিসাবে, আমরা বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীদের জন্য ফর্ম ‘এ’ এবং ‘বি’ জারি করার জন্য অনুমোদিত। আমরা আমাদের প্রার্থী শ্রী বলকরণ ব্রার (লরেন্স বিষ্ণোই) কে প্রার্থিতা ফর্ম ইস্যু করার জন্য অনুরোধ করছি।কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে লরেন্স বিষ্ণোইকে টিকিট দেওয়ার প্রস্তাব করেছিলেন সুনীল শুক্লা।
প্রসঙ্গত, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি, তিনি এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা এবং বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দেওয়ার জন্য খবরে ছিলেন। বাবা সিদ্দিকী বান্দ্রা পশ্চিম আসন থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন। ওই আসনেই লরেন্সকে প্রার্থী করতে চাইছে উত্তর ভারতীয় বিকাশ সেনা। চলতি বছরের ২০ নভেম্বর মহারাষ্ট্রে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর ভোট গণনা হবে।।