এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুর্ঘটনার কবলে পড়ল বেপরোয়া গতির একটা যাত্রীবাহী টোটো । প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয় টোটোটি । তারপর ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে । এতে ওই পথচারী ছাড়াও ৪ টোটো যাত্রী আহত হয়েছে । তাদের চিকিৎসার জন্য ভাতার গ্রামীণ হাসপাতালে আনা হয় । প্রাথমিক চিকিৎসার পর বাকি চারজনকে ছেড়ে দেওয়া হলেও পথচারী আবুল কালাম আজাদের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গেছে,আজ বৃহস্পতিবার দুপুরে কাপশোর গ্রাম থেকে তিনজন মহিলাকে নিজের টোটোয় চাপিয়ে নিয়ে আসছিলেন আব্দুল বারি শেখ । বাদশাহী রোড ধরে ভাতারের আলিনগর বাসস্ট্যান্ডে আসতেই রাস্তার ধারে জড়ো করে রাখা পাথরের স্তুপের সাথে সংঘর্ষ এড়াতে তিনি তার বামদিকে টোটো ঘুরিয়ে দেন । সেখানে রয়েছে একটা চায়ের দোকান । সেই সময় ওই দোকানে চা পানের পর সবেমাত্র পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেচ দফতরের কর্মী আবুল কালাম আজাদ। তার পিছনে এসে সজোরে ধাক্কা মারে টোটোটি । এরপর টোটোটি ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা লরির পিছনে । এই দুর্ঘটনায় টোটো চালক,তিন মহিলা যাত্রী ও পথচারী আহত হয় ।
উল্লেখ্য,রাজ্যে বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে টোটোর সংখ্যা । বিভিন্ন বয়সের শিক্ষিত অশিক্ষিত মানুষ নির্বিশেষে উপার্জনের সহজ পন্থা হিসাবে বেছে নিচ্ছেন ব্যাটারি চালিত লাইসেন্স বিহীন যাত্রী পরিবহনের ওই যানগুলি । সময়ের সাথে সাথে টোটোর সংখ্যার দ্রুত বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর । স্থানীয় বাসিন্দারা জানান, ভাতার বাজারের বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে নাসিগ্রাম মোড় ও ভাতার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে থাকে টোটোগুলি । তাতে সবচেয়ে বিপাকে পড়তে হয় পথচারীদের । এছাড়া ভাতারের কামারপাড়া মোড়ে টোটোর এতটাই দৌরাত্ম থাকে যে প্রায় দিনভর পথচারী, সাইকেল বা বাইক চালকদের চলাচল কার্যত অসম্ভব হয়ে যায় । থানার কয়েক’শ মিটারের মধ্যে দিনভর টোটোর দল দাপিয়ে বেড়ালেও পুলিশের কোনো হেলদোল নেই বলে অভিযোগ তাদের । তারা কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাধের প্রকল্প ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ এখন ইতিহাস হয়ে গেছে ।।