শ্যামসুন্দর ঘোষ,বর্ধমান,২৩ অক্টোবর : বর্ধমান জেলার জামালপুরে বোলেরো ও টাটা ৪০৭ মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে । আহতদের মধ্যে রয়েছে দুজন শিশু এবং চারজন মহিলা । দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ২:৪০ মিনিট নাগাদ জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় । দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে আহতদের উদ্ধার করে । পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । দুর্ঘটনার ক্ষিপ্ত জনতা স্পীড ব্রেকারের দাবিতে পথ অবরোধ শুরু করে । বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলে । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি আটক করেছে ।
জানা গেছে, বোলেরো গাড়িটি মুর্শিদাবাদের সালার থেকে আসছিল । গন্তব্য কলকাতার নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর৷ গাড়িতে চালকসহ ছিল মোট ১০ জন । মেমারি তারকেশ্বর রোড ধরে গাড়িটি আজাপুর এলাকায় একটা বাঁকের কাছে আসতেই বিপরীত দিক থেকে একটা টাটা ৪০৭ মালবাহী গাড়ি রাস্তার ডান দিক ঘেঁষে এসে মুখোমুখি সজোরে ধাক্কা দেয় । দুটি গাড়িরই সামনের বেশ কিছুটা অংশ কার্যত তালগোল পাকিয়ে যায় । প্রবল ঝাঁকুনিতে গুরুতর আহত হয় বোলেরো গাড়ির চালকসহ ১০ জন । অল্পবিস্তর আহত হয় টাটা ৪০৭ গাড়ির চালক ও খালাসিও । টাটা ৪০৭ গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় স্পিড বেকারের দাবিতে পথ অবরোধ শুরু করেন তারা ৷ স্থানীয়দের অভিযোগ যে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রাস্তায় একটা স্পীড ব্রেকার তৈরি করার জন্য পুলিশের কাছে বারবার তদ্বির করা হয়েছে । কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই ।।