এইদিন স্পোর্টস নিউজ,২৩ অক্টোবর : বিশ্ব ক্রিকেটের দ্রুততম লিস্ট ‘এ’ ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের চ্যাড বোস। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে আজ বুধবার (২৩ অক্টোবর) ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন তিনি। প্রতিপক্ষ ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন বোস। শেষ পর্যন্ত ১১০ বলে ২০৫ রান করে থামেন তিনি। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো ছিল তার ইতিহাস গড়া ইনিংসটি।
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের। ২০২১ সালে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছিলেন হেড। পরের বছর বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংসের পথে সেই রেকর্ড স্পর্শ করেন জাগাদিসান।।