এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ অক্টোবর : র্যাশন দুর্নীতি মামলায় আজ বুধবার কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলা মিলে ১৪ জায়গায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল একের পর এক ঠিকানায় অভিযান চালিয়েছে । বাঙুরের এক ব্যবসায়ীর ২ বাড়িতে অভিযান চালায় ইডির দুই পৃথক দল । ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।
হাওড়া জেলার পাঁচলার এক র্যাশন ডিলারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে । ওই ডিলারের গোডাউনেও হানা দেয় ইডি। এলাকার বেশ কয়েকটি র্যাশন দোকানে খাদ্যসামগ্রী সরবরাহ হয় ওই গোডাউন থেকে। এছাড়াও হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসেও যান ইডি আধিকারিকরা। উলুবেরিয়ার উত্তরে একাধিক গোডাউনে চলছে অভিযান ।
এরাজ্যের রেশন দুর্নীতি ভারতের ইতিহাসে অন্যতম একটা বড় আর্থিক দুর্নীতির ঘটা । এক হাজার কোটির আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল । এই দুর্নীতির মূল মাথা হল তৎকালীন তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বর্তমানে তিনি জেলে । আর দুর্নীতির যাবতীয় লেনদেন বাকিবুর রহমানের দুই আত্মীয় আনিসুর রহমান ও আলিফ নূরের মাধ্যমেই হত বলে জানিয়েছে ইডি । এই মামলায় অন্যতম মাস্টারমাইন্ড জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত বলে পরিচিত বাকিবুর রহমান । র্যাশন দুর্নীতি মামলায় গত সেপ্টেম্বরেও রাজ্যের সাত জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি । দুর্নীতির সাথে যুক্ত ৩৫০ টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মেলে । ইডির দাবি, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই কোটি কোটি টাকার হাতবদল হয়েছে । গত ২৮ সেপ্টেম্বর এই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা করা হয়েছিল। ইডি নতুন চার্জশিটে মোট আটটি নাম যোগ করে।।