এইদিন ওয়েবডেস্ক,বৈরুত,২৩ অক্টোবর : লেবাননে উত্তেজনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকায় দশটি বিমান হামলা চালায়। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর এই এলাকায় আগুনও লেগেছে।এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সেখানকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এই হামলায় এ পর্যন্ত ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইসরায়েল সফরে থাকা অবস্থায় এই হামলা চালানো হয়। দুই দিন আগে, ইসরায়েলি সেনাবাহিনী উল্লেখ করেছে যে তারা লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর আর্থিক সুবিধাগুলিকে লক্ষ্যবস্তু করছে।।