এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জুলাই :
দীর্ঘ প্রায় সাড়ে চার দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলডাঙ্গা গ্রাম ঢোকার মূল রাস্তাটি । স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েও কোনও কাজের কাজ হয়নি বলে অভিযোগ । অবশেষে বেলডাঙ্গাবাসীদের দীর্ঘ দিনের দাবিপূরন হল । স্থানীয় পঞ্চায়েত থেকে ওই রাস্তাটি পাকা করার কথা ঘোষণা করেছে । হয়েছে অর্থ বরাদ্দ ।
সোমবার ওই রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধায়ক জানিয়েছেন,বেলডাঙ্গা গ্রামের মোড় থেকে গ্রামের ভিতর পর্যন্ত এক কিলোমিটার রাস্তার জন্য ২৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। চতুর্দশ অর্থ কমিশনের অর্থানুকুল্যে এই অর্থ বরাদ্দ হয়েছে । দীর্ঘ দিনের দাবিপূরণ হওয়ায় খুশির হাওয়া বেলডাঙ্গা গ্রামে ৷ বর্তমান বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামবাসীরা ।।