এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ অক্টোবর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনের ঘটনার তোলপাড়ের মাঝেই কলকাতায় কনসার্ট ছিল বলিউডের প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের৷ কিন্তু ‘তিলোত্তমা’র এই নির্মম পরিণতির প্রতিবাদে পূর্ব নির্ধারিত সেই কনসার্ট তিনি বাতিল করে দিয়েছিলেন । আয়োজকদের তিনি অনুরোধ করেছিলেন পরে কনসার্টের আয়োজন করার জন্য । সেই মত রবিবার রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট হল । কনসার্টের একেবারে শেষে তিনি গাইলেন ‘তিলোত্তমা’র স্মরণে ‘বন্ধু আজ শুনবে’ গান । তবে গান শুরু করার আগে তিনি শ্রোতাদের কাছে হাততালি না দেওয়ার অনুরোধ করেন শ্রেয়া । আর গানের শেষেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান তিনি।। তার মর্মস্পর্শী সেই গান ও প্রতিবাদের ভাষা কলকাতার মানুষের হৃদয় জয় করে নিয়েছে ।
তৃণমূলপন্থীরা গায়িকার সমালোচনা করলেও তার প্রশংসা করেছেন বহু মানুষ । বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল প্রতিক্রিয়া সামনে এসেছে । তিনি গায়িকার প্রশংসা করে বলেছেন, ‘গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্টে শ্রেয়া ঘোষাল আর জি কর কান্ডে প্রতিবাদে সরব হয়ে সংগীতের মাধ্যমে নিজের প্রতিবাদের বার্তা দেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই । এমন প্রতিবাদের নজির আগে কখনও এই কলকাতা শহর দেখেনি।এই প্রতিবাদকে কুর্নিশ জানাই।’ এর আগে বলিউডের বর্তমান জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনের প্রতিবাদে “আর কবে” নামে একটি স্বরচিত গান গেয়ে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করে নিয়েছিলেন । অরিজিৎ সিংয়ের সেই গান আজ ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনের প্রতিবাদী আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে ।।