ওরা লড়াই করছে রাস্তায় ,
ওরা করছে আন্দোলন, অনশন ।
প্রতীক্ষা ন্যায় বিচারের, কিছু দাবি দাওয়া ,
দেশ, সমাজ সংস্কারের স্বপ্ন হোক পূরণ।।
অন্যায় ,অবিচারের প্রতিবাদ বৃহত্তর ,
যুক্তি, তর্ক ,ভেদাভেদ, আচরণ, ক্ষোভ ।
উৎসব, আলো, দ্রোহের আগুনে দগ্ধ,
শিরদাঁড়া বেয়ে ধমনীতে অগ্নুৎপাতের স্রোত।।
চোখের পর্দা, গায়ের চামড়ায় মোটা স্তর সরে,
ঘুম ভেঙ্গেছে, রাত জেগেছে, ভাবছি আমরা।
ন্যায়ের দেবীর উন্মুক্ত চোখ, হাতে সংবিধান,
কন্যার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হোক সুরক্ষার বার্তা।।
গভীর অন্ধকার রাত্রি শেষে, ভোরের আলো,
সঠিক বিচার, আইনের শাসন হোক কঠোর।
আকাশ বাতাসে বইবে শান্তির চরম বার্তা,
ধর্ষণের বিলুপ্তি ঘটে, মানুষিকতার জন্ম দিক জঠোর…