এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ অক্টোবর : শ্রীমদভগবদগীতা পাঠের আহ্বান জানালেন ভাতারে বিজেপির মুসলিম নেতা ইনামুল ইক । ‘এইদিন’কে পাঠানো একটি ভিডিও বার্তায় চলতি বছরের ডিসেম্বর মাসে শিলিগুড়িতে আয়োজিত হতে চলা সার্বজনীন গীতা পাঠে অংশগ্রহণের জন্য এলাকাবাসীদের আহ্বান জানিয়েছেন তিনি । ওই ভিডিও বার্তার শুরুতেই ইনামুল ইক “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে” শ্লোগান তিনবার উচ্চারণ করেন । পাশাপাশি তাকে “কৃপাহি কেবলম সুন্দরম” মন্ত্রও বলতে শোনা যায় ।
নিজের পরিচয় দিয়ে ৬৫ বছর বয়স্ক ওই বিজেপি নেতা বলেন,’আমার নাম ইনামুল হক । আমি বর্ধমান জেলায় বসবাস করি ।’ এরপর তিনি শ্রীমদভগবদগীতা পাঠের উপযোগিতা স্মরণ করি দিয়ে বলেন,’আপনারা গীতা পাঠ করুন। গীতা পাঠ করলে মন মেজাজ ভালো থাকবে । গীতা পাঠ করলে মানুষ স্বাবলম্বী হবে । গীতা পাঠ করলে স্বামী-স্ত্রীর সুখ থাকবে। গীতা পাঠ করলে ভালো মা তৈরি হয় । গীতা পাঠ করলে ভালো বাবা তৈরি হয় । গীতা পাঠ করলে ভালো দেশ তৈরি হয়।’
বিজেপি নেতার বক্তব্য শুনুন : 👇
শিলিগুড়িতে হতে চলা গীতা পাঠের আসরে উপস্থিত থাকার জন্য মানুষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই আসুন আমরা প্রত্যেকে আহবান জানাচ্ছি যে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর শিলিগুড়ি কেওখালি ময়দানে অর্থাৎ বিশ্ব বাংলা হাটের নিচে সকাল দশটা থেকে আমাদের গীতা পাঠ শুরু হবে । এই গীতা পাঠের যোগদান করে আপনারা সাফল্যমন্ডিত করুন।’ তিনি আরও বলেছেন,’আমরা প্রায় এক লাখ লোকের গীতা পাঠের ব্যবস্থা করেছি । আপনারাও আসুন । আমাদের সঙ্গে যোগ দিন । আপনারা ভালো থাকুন।’
প্রসঙ্গত, ভাতার থানার বামশোর গ্রামের বাসিন্দা ইনামুল ইক পেশায় একজন ক্ষুদ্র চাষি । খুব অল্প বয়স থেকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আর এস এস) একজন স্বয়ংসেবক হিসেবে কাজ করে গেছেন । বর্তমানে তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত । দলের সংখ্যালঘু মোর্চার রাজ্যস্তরের দায়িত্ব ছিল তার ওপর । ভাতারে বিজেপির বিভিন্ন সভা সমাবেশেও তাকে লক্ষ্য করা যায় । বিজেপির এই রাষ্ট্রবাদী মুসলিম নেতাকে এলাকার মানুষ এক ডাকে চেনে ।।