এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৯ অক্টোবর : রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক তরুণীর খুনের ঘটনার মাঝেই শিলিগুড়ির একটি ভাড়া বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে । শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ির মিললপল্লী এলাকার ওই বাড়াবাড়ির শৌচাগারের মধ্যে বছর ২৫-এর এক নার্সকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । এদিকে তার আগে ওই নার্সের মৃত্যুর খবর জানাজানি হওয়ার আগে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পাচারের চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের বিষয়টি নজরে পড়লে অ্যাম্বুলেন্সে আটকে দেয় । পরে খবর পেয়ে শিলিগুড়ি থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইঁট পাটকেল ছোড়ে বলে অভিযোগ । কয়েকজন পুলিশ কর্মী তাতে জখমও হয়েছে বলে খবর । এই ঘটনাটাকে ঘিরে অনেক রাত পর্যন্ত ব্যাপক উত্তেজনা চলে এলাকায় । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । আজ শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে মৃতার নাম অর্চনা থাপা(২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন অর্চনা থাপা (২৫) । শিলিগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকার একটি বহুতল ভবনে আরো কয়েকজন নার্সের সঙ্গে ভাড়া থাকতেন তিনি । শুক্রবার সন্ধ্যা ৭-৭.৩০ নাগাদ সহকর্মীরা ওই তরুণীকে শৌচাগারের মধ্যে ঝুলতে দেখতে পান বলে জানা গেছে । বিষয়টি নিয়ে শোড়গোল হওয়ার আগেই কয়েকজন অজ্ঞাত পরিচয় লোক তরুণীর মৃতদেহটি অ্যাম্বুল্যান্সে করে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে প্রচুর অজ্ঞাত পরিচয় লোকজনদের আসা যাওয়া ছিল । তাদের সন্দেহ বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলছে ওই বহুতল ভবনে । কিন্তু বাড়ির মালিকের কাছে এই তথ্য নেই । এমনকি বাড়িতে বসবাসকারী লোকজনদের সম্পর্কীয় কোন তথ্যই নেই বাড়ির মালিক কাছে,এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের সন্দেহ যে তরুণীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং পরে মৃতদেহ কোথাও পাচারের মতলব করেছিল দুষ্কৃতীরা ।
এদিকে দেহ পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে যখন তোলপাড় চলছে এলাকায় খবর পেয়ে সেখানে উপস্থিত হয় শিলিগুড়ি থানার পুলিশ । এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর জয়ন্ত সাহাও । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের তরফে পৃথক একটি মামলা অজু করা হয়েছে বলে জানা গেছে ।।